ফিলিস্তিনের গাজাবাসীদের উপর দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ সমাবেশ।
৭ ই এপ্রিল, সোমবার নিরীহ ফিলিস্তিনিদের উপ দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিভিন্ন জায়গায় মানববন্ধন করেন "ওয়ারিয়র্স অফ জুলাই" এবং সাধারণ জনতা।
এসময় অনেকে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিবাদ করেন এবং ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। বক্তারা এসময় বলেন, "গাজাবাসীর উপর দখলদার বাহিনী যেভাবে নির্যাতন চালাচ্ছে, তা মানবতা বিরোধী। গাজায় নিরীহ মুসলিমদের ওপর হামলা বিশ্ব মানবতার লংঘনের এক উদাহরণ। সেখানে যেভাবে নির্যাতন চালাচ্ছে দখলদার বাহিনী, বিশেষ করে শিশুদের উপর, আরব সহ গোটা মুসলিম বিশ্ব চোখে কাপড় বেঁধে বসে আছে তা গ্রহণযোগ্য হতে পারে না।"
বক্তারা এসময় মুসলিম বিশ্বকে একত্রিত হয়ে দখলদার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ বন্ধের জন্য আহ্বান জানান।