ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে কোম্পানীগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ..

Abdullah al Mamun avatar   
Abdullah al Mamun
আবদুল্লাহ আল মামুন, নোয়াখালী প্রতিনিধি

 



আজ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ফিলিস্তিনে চলমান গণহত্যার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

দুপুর ১টার দিকে বসুরহাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি জিরো পয়েন্টে গিয়ে সমবেত হয়। এতে শতাধিক জনতা অংশগ্রহণ করে ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের ওপর ইসরায়েলি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

সমাবেশে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশ এ-র  আমির মাওলানা: আলি আহাম্মদ,
ইসলামী আন্দোলন বাংলাদেশের কোম্পানীগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা এম. এ. এস হারুন,
 মুফতী রাশেদুল ইসলাম ফরাজী, শিক্ষা বিষয়ক সম্পাদক, জাতীয় ওলামা মাশায়েক আইম্মা পরিষদ কোম্পানীগঞ্জ উপজেলা,  মাওলানা আলা উদ্দিন, সেক্রেটারি: বাংলাদেশ খেলাফত মজলিস, বসুরহাট পৌরসভা।
সহ অন্যান্য ওলামায়ে কেরাম।

বক্তারা ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতা অবিলম্বে বন্ধের দাবি জানান এবং মুসলিম বিশ্বের নেতাদের দৃঢ় ও কার্যকর ভূমিকা গ্রহণের আহ্বান জানান। একইসাথে তারা ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানান এবং ভারতে মুসলিমদের ওপর চলমান নির্যাতনের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।

বক্তারা বলেন, “মুসলমানরা আজ সারা বিশ্বে নিপীড়নের শিকার। একতা ও ঐক্যের মাধ্যমে মুসলিম জাতিকে এ পরিস্থিতি মোকাবেলা করতে হবে।”

হেফাজতে ইসলামের আমির মাওলানা আলী আহমদ এ-র মোনাজাতের মাধ্যমে  সমাবেশের  কর্মসূচির সমাপ্তি হয়।

 

Anowarul Islam Islam
Anowarul Islam Islam לִפנֵי 5 חודשים
আল্লাহ হেফাজত করুন
0 0 תשובה
להראות יותר