ফিলিস্তিনে গণ হত্যার প্রতিবাদে দিনাজপুরে জাপার বিক্ষোভ মানববন্ধন কর্মসূচি..

Salahuddin Ahmed avatar   
Salahuddin Ahmed
ইসরাইলী গণহত্যা বন্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছে জাতীয় পার্টির নেতারা।..

দিনাজপুর প্রতিনিধি > ফিলিস্তিনে ইসরাইলী বাহিনী এবং দোসরদের নারী শিশুসহ গণহত্যার প্রতিবাদে আজ রবিবার দিনাজপুরে বিক্ষোভসহ মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় পার্টি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। গণহত্যা বন্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছে তারা।

জাতীয় পার্টির কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী দেশ জুড়ে বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে দুপুরের দিকে কালিতলাস্হ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান সড়ক হয়ে প্রেস ক্লাবের সামনে ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। এসময় ইসরাইল বিরোধী বিভিন্ন শ্লোগান দেয় নেতাকর্মীরা।

কর্মসূচি চলাকালে প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আহমেদ শফি রুবেল। গনহত্যা বন্ধে ইসরাইলের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন তিনি।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সদস্য শাহিনুর ইসলাম শাহিন, কেন্দ্রীয় কমিটির সোলায়মান শামী, জেলা কমিটির সহ সভাপতি মীর তৌহিদুল ইসলাম স্বপন, সহ সভাপতি সাইফুল্লাহ চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদিকা রোকেয়া বেগম লাইজু, জেলা কমিটির যুগ্ম সস্পাদক ডাঃ আনোয়ার হোসেন, মমতেহাজ আলম, তথ্য ও গবেষনা সম্পাদক আক্তারুজ্জামান তুহিন, পৌর কমিটির সাধারন সম্পাদক সোয়েব, যুব সংহতির জেলা কমিটির আহবায়ক নাসিম খান পীরু,  স্বেচ্চাসেবক পার্টির জেলা কমিটির আহবায়ক শফিক আহমেদ, সদস্য সচিব মীর আনিসুজ্জামান মিলন, ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির সদস্য নেহাল হোসেন, আসলাম, আজিম উদ্দিন, আব্দুল হাকিম প্রমুখ।

No comments found


News Card Generator