লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত থেকে আজিনুর ইসলাম (২৪) নামের এক তরুণকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। আজিনুর পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের জমগ্রামের নূর হোসেনের ছেলে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, ভারতের কোচবিহারের মাথাভাঙ্গা থানার ঝোংপাড়া এলাকা ও লালমনিরহাটের পাটগ্রামের বাউরা ইউনিয়নের জমগ্রামের ডাঙ্গাটারি এলাকা পাশাপাশি। দুপুরে এই সীমান্ত-লাগোয়া বাংলাদেশ অংশের ভুট্টাখেত থেকে গরুকে খাওয়ানোর জন্য পাতা আনতে যান আজিনুর। এ সময় ভারতের কোচবিহার ৩০ বিএসএফ ব্যাটালিয়নের সরস্বতী ক্যাম্পের টহল দলের সদস্যরা ঝোংপাড়া এলাকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে চোরাকারবারি সন্দেহে আজিনুরকে আটক করেন। ঘটনা জানার পরই বিজিবির ডাঙ্গাটারি ক্যাম্প থেকে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে আহ্বান জানানো হয়। কিন্তু ৩ ঘণ্টা পার হলেও বিএসএফের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
বাউরা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য আসাদুল ইসলাম বলেন, বিএসএফ বাংলাদেশি যুবক আজিনুরকে ধরে নিয়ে গেছে। সে চোরাকারবারি নয়।
এ বিষয়ে বিজিবির ডাঙ্গাটারি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার জাহাঙ্গীর হোসেনের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি ।
		
				
			


















