ফেনী জেলার বিভিন্ন থানায় সাধারণ ডায়েরিতে (জিডি) লিপিবদ্ধ হারানো মোবাইল ফোনগুলো প্রযুক্তির সহায়তায় উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিয়েছে ফেনী জেলা পুলিশ।
মঙ্গলবার (২২ জুলাই) ফেনী পুলিশ লাইন্সে আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান হারানো ৭০টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
এই সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ সাইদুর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মোঃ সাইফুল ইসলাম।
ফেনী জেলা সাইবার সেল দীর্ঘ অনুসন্ধান ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এসব মোবাইল ফোন উদ্ধার করে। মালিকেরা ফোন ফিরে পেয়ে আনন্দ প্রকাশ করেন এবং জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান।
পুলিশ সুপার বলেন, “আমরা জনগণের নিরাপত্তা ও বিশ্বাস ফিরিয়ে আনতেই এ ধরণের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। হারানো জিনিস ফিরিয়ে দিতে পারাটাই পুলিশের অন্যতম মানবিক দায়িত্ব।”
এ সময় জেলা পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, কেউ মোবাইল হারালে দ্রুত নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার আহ্বান জানানো হয়, যেন মোবাইল ট্র্যাক করে তা দ্রুত উদ্ধার করা সম্ভব হয়।
ফেনীতে হারানো ৭০টি মোবাইল উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর করলো পুলিশ..


Nema komentara