close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

ফেনীতে আন্তর্জাতিক শান্তি দিবসে আনন্দমুখর পদযাত্রা

Monsur Alam avatar   
Monsur Alam
ফেনীতে অনুষ্ঠিত হলো শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বানে বিশেষ র‍্যালি। আসুন সবাই মিলে সহিংসতাকে না বলি, শান্তিকে হ্যাঁ বলি।..

নিজস্ব প্রতিবেদক, ফেনী | ২১ সেপ্টেম্বর ২০২৫

‎আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষ্যে ফেনী শহরে বর্ণাঢ্য ও আনন্দমুখর শান্তির পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

‎“সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার সকালে ভাষা শহীদ সালাম কমিউনিটি সেন্টারের সামনে থেকে পদযাত্রা শুরু হয়।

‎এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম বেলুন উড়িয়ে পদযাত্রার উদ্বোধন করেন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সুজন–সুশাসনের জন্য নাগরিক জেলা কমিটির সাধারণ সম্পাদক ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন এবং সঞ্চালনা করেন পিএফজি সমন্বয়ক মোরশেদ হোসেন।

‎শান্তির পদযাত্রায় ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির অনন্য দৃশ্য ফুটে ওঠে। অগ্রভাগে ছিলেন নারী নেত্রী নুর তানজিলা রহমান, মাওলানা আরফান উদ্দিন, পুরোহিত নারায়ন চক্রবর্তী, ফেনী ব্যাপ্টিস্ট চার্চ সভাপতি দিলু সরকার এবং বৌদ্ধ গুরু প্রীতময় ভিক্ষু।

‎এছাড়া অংশ নেন নোয়াখালী মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডা. মলয় কান্তি সাহা, স্থানীয় সরকার উপপরিচালক গোলাম মো. বাতেন, অতিরিক্ত পুলিশ সুপার রায়হান মেহেবুব, ফেনী ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ সদস্য সচিব ডা. তবারক উল্যাহ চৌধুরী বায়েজীদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি নুরুল আমিন খান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী, সুশীল সমাজ ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।

‎জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন,

‎“বাংলাদেশের ইতিহাস শান্তি-সম্প্রীতির। আবহমানকাল থেকে মানুষ ধর্ম-বর্ণ নির্বিশেষে একত্রে বসবাস করছে। আমরা চাই সকল শ্রেণি-পেশার, সকল ধর্মের এবং স্তরের মানুষ একসাথে কাজ করুক। নাগরিকের দায়িত্ব ও অধিকার সঠিকভাবে পালন করা হোক।”

‎সভাপতির বক্তব্যে মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন,

‎“একসময় ফেনীকে সন্ত্রাসের জনপদ বলা হতো। আজ আমরা সবাই মিলে সত্যিকার অর্থে একটি শান্তির জনপদ গড়ে তোলার চেষ্টা করছি।”

‎বর্ণাঢ্য এই পদযাত্রার আয়োজন করে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এবং ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি)। এতে বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশ নিয়ে শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

No comments found


News Card Generator