close

লাইক দিন পয়েন্ট জিতুন!

ফাইনালে তানজিদ তামিমের ৬১ বলে সেঞ্চুরি! বিপিএল ২০২৫-২৬ চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স।..

Bakhtiar S. avatar   
Bakhtiar S.
২৬ ডিসেঃ '২৫ থেকে ২৩ জানুঃ '২৬; অর্থাত, শেষ হলো ২৯ দিনব্যাপী (৩৪ টি ম্যাচ) জমজমাট বাংলাদেশ প্রিমিয়ার লীগ।..

৬টি দল নিয়ে অনুষ্ঠিত এবারের বিপিএলের শেষ চারে ওঠে রাজশাহী, চট্টগ্রাম, রংপুর ও সিলেট। লীগ পর্বে ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে রাজশাহী ১ম এবং ১২ পয়েন্ট নিয়ে (রানরেটে রংপুরকে টপকে) চট্টগ্রাম ২য় দল হিসেবে (শেষ ৪-এ) ওঠে। আর শেষ পর্যন্ত ফাইনালেও পৌঁছায় ঐ দুই দল। 

গতকাল (২৩ জানুয়ারি) মিরপুরে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে মুদ্রা নিক্ষেপণে জয়ী হয়ে (বন্দর নগরী) চট্টগ্রাম রয়্যালস্ প্রথমে ফিল্ডিং বেছে নেয়। 

রাজশাহী ওয়ারিয়র্স নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করে। দলের হয়ে অনন্য সাধারণ ব্যাটিং করেন বাঁহাতি ওপেনার তানজিদ হাসান তামিম। তিনি ৬টি বাউন্ডারি এবং ৭টি ছক্কার মাধ্যমে ৬২ বলে ১০০ রান করেন। তার শতরান পূর্ণ হয় ৬১ বলে। এছাড়া সাহিবজাদা ফারহান ৩০ (৩০) এবং (কিউই রিক্রুট) কেন উইলিয়ামসন ২৪ (১৫) রান তোলেন। চট্টগ্রামের পক্ষে শরিফুল ইসলাম ও মুকিদুল মুগ্ধ ২টি করে উইকেট নেন যথাক্রমে ৩৩ ও ২০ রান দিয়ে। 

জবাবে চট্টগ্রাম মাত্র ১১১ রান করতেই তাদের সবগুলো উইকেট হারায় ১৭.৫ ওভারে। তাদের পক্ষে মির্জা তাহির বেগ সর্বোচ্চ ৩৯ (৩৬) এবং আসিফ আলী ২১ (১৬) রান করেন। রাজশাহীর হয়ে বিনুরা ফার্নান্ডো (গত ম্যাচের মতোই) ৪টি উইকেট নেন (৩-০-৯-৪)! এছাড়া (দেশি) হাসান মুরাদ ৩/১৫ এবং জিমি নিশাম ২/২৪ উইকেট লাভ করেন। ৬৩ রানের বেশ সহজ জয়ের মাধ্যমেই শিরোপা ঘরে তোলে রাজশাহী ওয়ারিয়র্স। 

ফাইনালের ম্যাচসেরা আর কেউ নন। ঐ সেঞ্চুরিয়ান তানজিদ তামিমই। আর "ম্যান অব দ্য টুর্নামেন্ট" নির্বাচিত হন বিজিত দলের (চট্টগ্রামের) বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। তিনি এ আসরে ১২ ম্যাচে ২৬ টি উইকেট লাভ করেন। ইকোনমি মাত্র ৫.৮৮! 

 

[তথ্যঃ গুগল ও ক্রিকবাজ।]

Nema komentara


News Card Generator