রিপোর্ট মেহেদী হাসান: নরসিংদী সদর উপজেলার এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের জন্য আলোর ব্যবস্থা নিশ্চিত করতে অভিনব উদ্যোগ গ্রহণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব আসমা জাহান সরকার।
শনিবার (২০ এপ্রিল) ইউএনও’র প্রত্যক্ষ তত্ত্বাবধানে উপজেলা পরিষদের অর্থায়নে সদর উপজেলার ১৫টি পরীক্ষা কেন্দ্র ও ভেন্যু কেন্দ্রের প্রায় ২৫০টি কক্ষে বিতরণ করা হয়েছে রিচার্জেবল এলইডি লাইট। প্রতিটি কক্ষে ২টি করে ৫০০ (পাঁচশত) ক্ষমতাসম্পন্ন এলইডি এনার্জি সেভিং এবং রিচার্জেবল লাইট বিতরণ করা হয়।
উদ্যোগটির মূল লক্ষ্য—কালবৈশাখী ঝড়, বিদ্যুৎ বিপর্যয় কিংবা প্রাকৃতিক দুর্যোগ যাই হোক না কেন, পরীক্ষার সময় যেন কোনো শিক্ষার্থী অন্ধকারে না পড়ে।
ইউএনও আসমা জাহান সরকার বলেন, “এই পরীক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাঁদের স্বপ্নের পথে আলোর দিশা দিতে আমরা বদ্ধপরিকর।”
স্থানীয় শিক্ষক ও অভিভাবকরাও এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, “পরীক্ষার সময় বিদ্যুৎ না থাকলে অনেক শিক্ষার্থী আতঙ্কিত হয়ে পড়ে। এই ব্যবস্থা তাদের মানসিক প্রশান্তি দেবে।”
উল্লেখ্য, এসএসসি ও সমমানের চলমান পরীক্ষায় বিদ্যুৎ ঘাটতির কারণে অনেক জায়গায় শিক্ষার্থীদের ভোগান্তির খবর এসেছে। তবে নরসিংদী সদরে আগেভাগেই প্রস্তুতি নিয়ে এমন উদাহরণ তৈরি করলো প্রশাসন।