এনসিপি সদস্য সচিবের উপর ককটেল হামলার প্রতিবাদে নরসিংদীতে বিক্ষোভ মিছিল..

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
এনসিপি সদস্য সচিবের উপর ককটেল হামলার প্রতিবাদে নরসিংদীতে বিক্ষোভ মিছিল

রিপোর্ট মেহেদী হাসান: "গণতন্ত্রে হামলা বন্ধ করো, সহিংসতা নিপাত যাক"—এই স্লোগানকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেনের ওপর ককটেল হামলার প্রতিবাদে নরসিংদীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) শহরের জেলখানা মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলা মোড় গিয়ে শেষ হয়। সমাপ্তিতে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ।

বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন এনসিপির জেলা সমন্বয়কারী আওলাদ হোসেন জনি।
এছাড়াও উপস্থিত ছিলেন— নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি এবং এনসিপির কেন্দ্রীয় উত্তরাঞ্চলের সংগঠক এডভোকেট শিরিন আক্তার শেলি, জেলা যুগ্ম সমন্বয়কারী আবির মৃধা, পলাশ উপজেলার সমন্বয়ক সাইদুল ইসলাম রাকিব, যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক বিল্লাল হোসেন, ছাত্রনেতা গোলাম রেশাদ তমাল, ফাহিম ভূঁইয়া রাজ, জুয়েল ভুঁইয়া সহ আরও অনেক নেতাকর্মী।

প্রতিবাদী কণ্ঠে সমবেত বক্তারা বলেন, “জাতীয় নাগরিক পার্টি বরাবরই শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক ধারার রাজনীতিতে বিশ্বাস করে। অথচ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে ককটেল হামলা একটি কাপুরুষোচিত ও গণতন্ত্রবিরোধী কাজ। এই হামলা শুধু আখতার হোসেনের ওপর নয়—এটি বিকল্প রাজনৈতিক শক্তিকে দমনের অপচেষ্টা।”

তারা আরও বলেন, “আমরা কোনো ষড়যন্ত্রে ভয় পাই না। জনগণের অধিকার ও গণতন্ত্র রক্ষায় এনসিপি রাজপথে আছে এবং থাকবে।”

২৩ জুন সোমবার রাজধানীতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে সদস্য সচিব আখতার হোসেন ও নেতাকর্মীদের লক্ষ্য করে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে।

বক্তারা বলেন, “দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় এনসিপি আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।”
তদন্ত ও বিচার না হলে রাজপথেই জবাব দিবে এনসিপি—ঘোষণা নেতাকর্মীদের

No comments found


News Card Generator