close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

এনবিআর সদস্য কায়কোবাদের বিরুদ্ধে দুদকে অভিযোগ: অসংখ্য সম্পদ অর্জন ও রাজস্ব ফাঁকি

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর সদস্য আবুল কালাম কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ দাখিল হয়েছে। গত ১৫ ডিসেম্বর এই অভিযোগটি জমা পড়েছে, যেখানে
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর সদস্য আবুল কালাম কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ দাখিল হয়েছে। গত ১৫ ডিসেম্বর এই অভিযোগটি জমা পড়েছে, যেখানে তাকে নিয়মবহির্ভূত উপায়ে সম্পদ অর্জনের জন্য দায়ী করা হয়েছে। অভিযোগের সাথে জড়িত রয়েছেন কায়কোবাদ ও তার পরিবারের সদস্যরা। বৈষম্যবিরোধী আইনজীবী পরিষদের আহ্বায়ক শফিক আহমেদ দুদকে চিঠি দিয়ে জানান যে, কায়কোবাদের বিরুদ্ধে রাজধানীতে একাধিক ফ্ল্যাট, প্লট ও বাণিজ্যিক স্থাপনা রয়েছে, যার বাজারমূল্য কয়েক কোটি টাকা। এছাড়া, কায়কোবাদের ছেলে ইশতিয়াক ফয়সাল 'ইশতিয়াক ফয়সাল অ্যান্ড অ্যাসোসিয়েটস্' নামের কর উপদেষ্টা ফার্মের মাধ্যমে রাজস্ব বোর্ডে অনিয়ম করে আসছেন। এই ফার্মের মাধ্যমে তিনি করদাতাদের থেকে অবৈধভাবে কর আদায় করে রাজস্ব ফাঁকি দেন, যার ফলে রাষ্ট্রের করের অর্থও বেহাত হচ্ছে। অভিযোগে আরও বলা হয়, কায়কোবাদ পদোন্নতি ও বদলি কার্যক্রমে নিয়োজিত থাকার সুবাদে কর্মকর্তা-কর্মচারীদের উপর চাপ সৃষ্টি করেন। তার হুমকির কারণে, কোম্পানিগুলোকে কম পরিমাণে আয়কর দিতে বাধ্য করা হয় এবং অবশিষ্ট টাকার একটি বড় অংশ নিজের পকেটে পুরে নেন কায়কোবাদ। দুদকে জমা পড়া অভিযোগে তার বিরুদ্ধে আরো বেশ কিছু সম্পদ ও অবৈধ কার্যকলাপের তথ্য উত্থাপন করা হয়েছে, যা তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হবে বলে জানা গেছে।
Nema komentara


News Card Generator