close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

শেখ হাসিনা টুপ করে ঢুকে পড়লে আমগাছে বেঁধে রাখা হবে : আখতার হোসেন..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জে পথসভায় বিস্ফোরক বক্তব্য আখতার হোসেনের! বললেন, শেখ হাসিনা দেশে ঢুকলে তাকে আমগাছে বেঁধে রাখা হবে। আরও কী বললেন ভারতের বিরুদ্ধে? পড়ুন পুরো প্রতিবেদনটি।..

রাজনৈতিক উত্তেজনার উত্তাল আবহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন দিয়েছেন এক রুদ্ধশ্বাস, বিস্ফোরক হুঁশিয়ারি। রবিবার (৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে এক পথসভায় তিনি বলেন,
“মাঝে মাঝেই শেখ হাসিনা বাংলাদেশে টুপ করে ঢুকে পড়তে চায়। সে যদি সত্যিই টুপ করে ঢুকে পড়ে, তাহলে তাকে আমগাছে বেঁধে রাখা হবে। জনগণের আদালতে তার বিচার হবে।”

এই বক্তব্য মুহূর্তেই আলোড়ন সৃষ্টি করে স্থানীয় ও জাতীয় পর্যায়ে। উপস্থিত জনতার মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়।

আখতার হোসেন বলেন, “আজ ভারতীয় বিএসএফ প্রতিদিনই সীমান্তে গুলি করে আমাদের মানুষ হত্যা করছে। দিল্লির সরকার দিনের পর দিন বাংলাদেশিদের রক্ত ঝরাচ্ছে। আমরা আর মাথা নিচু করে এসব বরদাস্ত করব না।”

তিনি আরও বলেন, “আজকের বাংলাদেশ আর আগের বাংলাদেশ নয়। এখন কেউই আমাদের দিকে আঙুল তুলে কথা বলার সাহস পাবে না—চাই সেটা ভারত হোক, চীন হোক কিংবা আমেরিকা। নতুন বাংলাদেশ জেগে উঠেছে, এটি অন্যরকম বাংলাদেশ।”

চাঁপাইনবাবগঞ্জের প্রসঙ্গ টেনে আখতার হোসেন বলেন, “আমের রাজধানী বলা হয় চাঁপাইনবাবগঞ্জকে। অথচ এত সম্ভাবনা থাকা সত্ত্বেও আজও এই জেলা বিশ্বের কাছে যথাযথভাবে উপস্থাপিত হয়নি। এই ব্যর্থতা কার? এতদিনকার সরকারগুলো কি শুধু নিজের পকেট ভরাতেই ব্যস্ত ছিল?”

তিনি জানান, “নতুন-সমৃদ্ধ বাংলাদেশের জন্য আমাদের সন্তান রক্ত দিয়েছে, শহীদ হয়েছে। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য এনসিপি লড়ছে। আমরা আর কাউকে এই দেশ নিয়ে ছিনিমিনি খেলতে দেব না।”

সরাসরি ভারত, আমেরিকা ও চীনকে হুঁশিয়ার করে আখতার হোসেন বলেন, “বাংলাদেশ এখন পরনির্ভরশীল নয়। এখন আমরা নিজেরা সিদ্ধান্ত নিতে জানি। দিল্লির সরকার, যাদের ছায়ায় শেখ হাসিনা আজও দেশে ফেরা-যাওয়া করে—তাদের জানিয়ে দিতে চাই, এবার বাংলার মানুষ জেগেছে।”

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, জাতীয় নাগরিক পার্টি আসন্ন রাজনৈতিক পরিস্থিতিকে সামনে রেখে জনগণের মধ্যে ক্ষোভকে কাজে লাগাতে চাইছে। শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে এমন প্রকাশ্য হুমকি বিরোধীদের নতুন কৌশল হিসেবেই দেখছেন অনেকে।

没有找到评论