close
ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!
একুশের সঙ্গে আত্মিক বন্ধন: ভাষা সৈনিকের সন্তান প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন
একুশের চেতনার সঙ্গে তার আত্মিক সম্পর্কের কথা তুলে ধরে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেন, “আমার মা একজন ভাষা সৈনিক, ভাষা কন্যা। তাই একুশ আমার হৃদয়ের গভীরে প্রোথিত।”
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের সময় তিনি এ কথা বলেন। একুশের মাহাত্ম্য ও জাতিসত্তার ভিত্তিকে স্মরণ করে তিনি আরও বলেন, “বাঙালি জাতিসত্তার একটি প্রাথমিক স্তম্ভ একুশে ফেব্রুয়ারি। একাত্তর–উত্তর বাংলাদেশের রাষ্ট্র গঠনের অন্যতম অনুপ্রেরণা এটি।”
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তারা পুষ্পস্তবক অর্পণের পর এক মিনিট নীরবতা পালন করে ভাষা শহীদদের স্মরণ করেন।
এর আগে রাত ১২টা ১ মিনিটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সারাদেশের বিভিন্ন স্থানে হাজারো মানুষ শহীদ মিনারে ভিড় করেন। একুশের চেতনা আজও জাতির হৃদয়ে অমলিন থেকে ভাষা শহীদদের অবদানকে স্মরণ করিয়ে দেয়।
উল্লেখ্য, প্রধান বিচারপতির মা, বাংলাদেশের প্রথম নারী জাতীয় অধ্যাপক সুফিয়া আহমেদ ভাষা আন্দোলনে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০২ সালে একুশে পদকে ভূষিত হন।
একুশের এই মহান দিনে জাতি স্মরণ করছে সেই সব অমর শহীদদের, যাদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে মাতৃভাষার অধিকার এবং স্বাধীন জাতিসত্তা।
কোন মন্তব্য পাওয়া যায়নি



















