close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

একজন পাকিস্তানির ক্ষ তি হলেও ভা র তকে চড়া মূল্য দিতে হবে: হুঁ শি য়া রি প্রতি র ক্ষা ম ন্ত্রীর......

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ কড়া ভাষায় জানিয়েছেন, পাকিস্তানের মাটিতে ভারতের সামরিক অভিযান বা কোনো রকম ক্ষতিকর পদক্ষেপের চেষ্টা করলে তার চরম মূল্য দিতে হবে ভারতকে। তিনি আরও দাবি করেন, ভারতে..

ইসলামাবাদ, ১১ এপ্রিল:
ভারত যদি পাকিস্তানের অভ্যন্তরে সামরিক অভিযান চালানোর কথা চিন্তা করে, তবে সেটি কোনো ভুল বোঝাবুঝি নয়, বরং সে পদক্ষেপের জন্য ভারতকে চরম পরিণতি ভোগ করতে হবে—এমন হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ।

বৃহস্পতিবার ইসলামাবাদে অনুষ্ঠিত জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এ সময় উপস্থিত ছিলেন উপ-প্রধানমন্ত্রী ইসহাক দারসহ অন্যান্য মন্ত্রীরাও।

প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেন, "যদি আমাদের কোনো নাগরিক ক্ষতির সম্মুখীন হয়, আমরা চুপ করে থাকবো না। ভারতকেও এর ফল ভোগ করতে হবে।" তিনি আরও দাবি করেন, পাকিস্তানের কাছে এমন গোয়েন্দা তথ্য রয়েছে, যা বলছে—ভারত পাকিস্তানের শহরগুলোতে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছে।

আসিফ স্পষ্ট ভাষায় বলেন, "ভারত যদি আমাদের কোনো শহরে হামলা চালায় বা কোনো পাকিস্তানিকে ক্ষতি করে, তবে আমরা সেই হামলার কঠোর জবাব দেব।" তিনি ভারতের ভূমিকাকে ‘উস্কানিমূলক’ ও ‘আক্রমণাত্মক’ বলে আখ্যায়িত করেন।

তিনি আরও বলেন, পাকিস্তান সব ধরনের সন্ত্রাসবাদের বিরোধিতা করে এবং আন্তর্জাতিক পরিসরে ন্যায়সঙ্গত অবস্থান ধরে রাখে। তবে দেশের নিরাপত্তা নিয়ে কোনো ছাড় দেওয়া হবে না। খাজা আসিফ ভারতের বিরুদ্ধে অভিযোগ তোলেন, আফগানিস্তানের টিটিপি ও বেলুচ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর সঙ্গে সম্পর্ক রয়েছে ভারতের। তিনি জানান, এসব সংগঠনের নেতারা বর্তমানে ভারতে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি বলেন, "ভারত যদি আবার পুলওয়ামার মতো কোনো পদক্ষেপ নেয়, আমরা তখন যেমন কঠোর জবাব দিয়েছিলাম, এবারও তেমনই প্রতিক্রিয়া জানাবো। কোনো আন্তর্জাতিক চাপ আমাদের দমিয়ে রাখতে পারবে না।"

পররাষ্ট্র মন্ত্রীও সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। তিনি বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরা পাকিস্তানের অবস্থানকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে। এ সময় তিনি ভারতের একতরফা সিন্ধু পানি চুক্তি স্থগিত করার উদ্যোগেরও কড়া সমালোচনা করেন এবং বলেন, "এটি গ্রহণযোগ্য নয়। বিশ্বব্যাংক এই চুক্তির মধ্যস্থতাকারী, এবং চুক্তিতে একতরফাভাবে বাতিলের সুযোগ নেই।"

এই হুঁশিয়ারির মাধ্যমে পাকিস্তান ভারতের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিলো—আন্তর্জাতিক চাপ বা হুমকির ভয় না করেই তারা নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় সব সময় প্রস্তুত।

No comments found