মহান বিজয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এক শক্তিশালী রাজনৈতিক বার্তা প্রদান করেছেন। তিনি স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে, একাত্তর এবং চব্বিশের দালালদের বিরুদ্ধে দেশের সচেতন জনতা এখন সম্পূর্ণ ঐক্যবদ্ধ। তিনি দৃঢ়তার সাথে বলেন, দীর্ঘ লড়াইয়ের পর সামনের বাংলাদেশে আমাদের বিজয় সুনিশ্চিত।
নাহিদ ইসলাম তার বক্তব্যে বাংলাদেশের অভ্যুদয়ের মূল চেতনা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ১৯৭১ সালে সাম্য এবং মানবিক মর্যাদার আকাঙ্ক্ষা নিয়ে এই ভূখণ্ড স্বাধীন হয়েছিল। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো, আমরা একটি স্বাধীন মানচিত্র পেলেও প্রকৃত সাম্য ও মানবিক মর্যাদা আজও লাভ করতে পারিনি। এর পরিবর্তে দীর্ঘ সময় ধরে দেশে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম করা হয়েছিল, যা জনগণের অধিকারকে খর্ব করেছে। তিনি মনে করেন, চব্বিশের গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করেই এই ফ্যাসিবাদমুক্ত সমাজ গড়তে হবে।
তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে দেশবাসীকে সতর্ক করে বলেন, পরাজিত বা পতিত শক্তিগুলো এখনো সক্রিয় রয়েছে। তারা নানাভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করার এবং আগামী নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে তিনি কেবল সরকারের ওপর নির্ভরশীল না থেকে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে জনগণের প্রতি আহ্বান জানান। তিনি বিশ্বাস করেন, জনগণের সজাগ দৃষ্টিই পারে যেকোনো ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে।
ভবিষ্যৎ রাজনীতি ও নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, আসন্ন নির্বাচনে এনসিপির প্রার্থীরা 'গণভোটের প্রার্থী' হিসেবে জনগণের দ্বারে দ্বারে যাবেন। রাষ্ট্র সংস্কারের পক্ষে একটি দেশব্যাপী গণজোয়ার তৈরি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পরিশেষে, তিনি তরুণ প্রজন্মকে ভবিষ্যতের রাজনীতি গড়ার কারিগর হিসেবে আখ্যায়িত করে তাদের ঐক্যবদ্ধ থাকার এবং নতুন বাংলাদেশ গড়ার লড়াইয়ে শামিল হওয়ার আহ্বান জানান।



















