close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

এজবাস্টনে ভারতের যত রেকর্ড

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
India creates history at England’s Edgbaston by securing their highest overseas Test victory by 336 runs. Under Shubman Gill’s leadership, India broke multiple team and individual records in this land..

ইংল্যান্ডের এজবাস্টন মাঠে দীর্ঘদিনের হতাশা ভেঙে নতুন ইতিহাস রচনায় সফল ভারত। শুবমান গিলের নেতৃত্বে ৩৩৬ রানে জয়ের পাশাপাশি বোলিং ও ব্যাটিংয়ে একাধিক রেকর্ড গড়ল ভারতীয় ক্রিকেটাররা।

 

ভারতের ক্রিকেট ইতিহাসে এজবাস্টনের পরিসংখ্যান সবসময় ছিল হতাশাজনক। ইংল্যান্ডের এই ঐতিহাসিক মাঠে ভারতের টেস্ট জয়ের খাতা ছিল ফাঁকা। আগের আট ম্যাচে সাতটি হেরেছে ভারত, আর একটিতে ড্র। কিন্তু রবিবার গিল-পন্তরা নেতৃত্বাধীন ভারতীয় দল দীর্ঘ অপেক্ষার পর এক নতুন অধ্যায় লিখল। ৩৩৬ রানে ঐতিহাসিক জয়ে মাঠ ছাড়ল ভারতীয় দল, যা বিদেশের মাটিতে ভারতের সর্বোচ্চ রানে জয়ের রেকর্ড হিসেবে খাতা খুলল।

এই জয়ের পেছনে ছিলেন দলের অন্যতম সেরা বোলার আকাশ দীপ। তার প্রথম ইংল্যান্ড সফরে করা দশ উইকেট ১৮৭ রানে, ইংল্যান্ডে ভারতীয় বোলারদের মধ্যে সেরা ম্যাচ ফিগার। এই কীর্তি থেকে ভারতীয় বোলিংয়ে পুরোনো রেকর্ড ভেঙে ফেলল আকাশ দীপ, যিনি ১৯৮৬ সালে চেতন শর্মার অর্জিত রেকর্ডকেই পেছনে ফেললেন।

বোলিংয়ে আকাশ দীপ ও মোহাম্মদ সিরাজের জুটিও নজর কাড়েছে। তারা মিলে নিয়েছেন ১৭ উইকেট, যা ভারতের নতুন বল হাতে সর্বোচ্চ উইকেটের জুটি হিসেবে রেকর্ড হয়েছে। এর আগে এই কীর্তি ছিল ইরফান পাঠান-জহির খান (২০০৫) ও ইশান্ত শর্মা-উমেশ যাদব (২০১৯)-এর দখলে।

ইংল্যান্ডে এই সিরিজের প্রথম টেস্ট হেরে দ্বিতীয় টেস্টে জয়ের ফলে সিরিজে সমতায় ফেরার রেকর্ডও ভারত প্রথমবার স্থাপন করল। এর আগে ইংল্যান্ড সফরে ১৩টি সিরিজে প্রথম ম্যাচ হারের পর দ্বিতীয় ম্যাচ জিততে পারেনি ভারত।

৩৩৬ রানের বিশাল জয়ের পাশাপাশি, দুই দলের মধ্যে মোট রান হয়েছে ১৬৯২, যা ভারত-ইংল্যান্ডের মধ্যে সর্বোচ্চ রানকৃত টেস্ট ম্যাচ। এর আগের রেকর্ড ছিল হেডিংলির ১৬৭৩ রান। এছাড়া, হেডিংলি ও এজবাস্টনের প্রথম দুই টেস্টে মোট ৩৩৬৫ রান, যা দুই ম্যাচে সর্বোচ্চ রান সংগ্রহের রেকর্ড।

ভারতীয় ব্যাটসম্যানরা এই দুই ম্যাচে করেছে মোট ১৮৪৯ রান, যা কোনো দ্বিপক্ষীয় টেস্ট সিরিজের প্রথম দুই ম্যাচে কোনো দলের সর্বোচ্চ রান।

এই ঐতিহাসিক জয়ের মধ্য দিয়ে ভারতীয় দল ইংল্যান্ড সফরে তাদের ক্রিকেট ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করল। এজবাস্টনের কঠিন মাঠে এভাবে রেকর্ড ভেঙে জয়ী হওয়া ভারতীয় ক্রিকেটারদের জন্য গর্বের বিষয়।

Nema komentara