close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

এইচএসসি পরীক্ষায় দিনাজপুর বোর্ডে রেকর্ড! ১ লাখ ৭ হাজার শিক্ষার্থীর ভবিষ্যৎ নির্ধারণে প্রস্তুত বোর্ড..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
দিনাজপুর শিক্ষাবোর্ডে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ১ লাখ ৭ হাজার ৭৬৮ জন। বিশাল এই অংশগ্রহণ বোর্ডের ইতিহাসে রেকর্ড বলে জানালেন কর্তৃপক্ষ।..

দিনাজপুর শিক্ষাবোর্ডের আওতাধীন এইচএসসি পরীক্ষায় এবার অংশ নিচ্ছেন ১ লাখ ৭ হাজার ৭৬৮ জন পরীক্ষার্থী। আগামী ৩০ জুন থেকে শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষাকে ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলছে রিভিশন ক্লাস, পরীক্ষার্থীদের দেওয়া হচ্ছে মডেল টেস্ট ও মানসিক প্রস্তুতির পরামর্শ।

পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ৫৪ হাজার ৮৫৬ জন ও ছাত্রী ৫২ হাজার ৯১২ জন। দিনাজপুর শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, বোর্ডের অধীনে মোট ১০টি জেলার অন্তর্গত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকে এসব পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এবার মোট পরীক্ষাকেন্দ্র সংখ্যা দাঁড়িয়েছে ২৪৭টি। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রশ্নপত্র ও খাতা ব্যবস্থাপনায় নেওয়া হয়েছে সর্বোচ্চ প্রস্তুতি।

শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কামরুল ইসলাম জানান, "আমরা পরীক্ষাকে ঘিরে সমস্ত প্রস্তুতি প্রায় চূড়ান্ত করে ফেলেছি। কোনো ধরনের গাফিলতি বা অনিয়ম যেন না ঘটে, তা নিশ্চিতে বিশেষ মনিটরিং টিম গঠন করা হয়েছে।"

তিনি আরও বলেন, “প্রতিটি কেন্দ্রে থাকবে পর্যাপ্ত পরিমাণ পুলিশ ও আনসার সদস্য। পরীক্ষার দিনগুলোতে প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোরভাবে ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধ করা হয়েছে। কেন্দ্রসচিবরা এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকবেন।”

এছাড়া এবার বেশ কিছু কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে যাতে পরীক্ষার সময় হলে পর্যবেক্ষণ করা যায়। ডিজিটাল নজরদারির মাধ্যমে কোনো ধরণের অসদুপায় গ্রহণ রোধে কাজ করবে বোর্ডের নিয়ন্ত্রণ কক্ষ।

পরীক্ষার্থীদের মধ্যে অনেকেই প্রথমবারের মতো বড় পরীক্ষা দিচ্ছে। দিনাজপুর শহরের এক সরকারি কলেজের শিক্ষার্থী তাসনিম বলেন, “আমাদের শিক্ষকরা সবসময় পাশে থেকেছেন। এখন শুধু আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষা দেওয়ার অপেক্ষা।”

অন্যদিকে অভিভাবকরাও সন্তোষ প্রকাশ করেছেন পরীক্ষার প্রস্তুতি নিয়ে। একজন অভিভাবক বলেন, “আমার ছেলে ভালো প্রস্তুতি নিয়েছে। এখন শুধু বোর্ড যেন সুষ্ঠুভাবে পরীক্ষা নেয়, সেটাই চাওয়া।”

উল্লেখ্য, দিনাজপুর শিক্ষাবোর্ড ২০০৬ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এটি উত্তরবঙ্গের শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। প্রতিবছর পরীক্ষার্থীর সংখ্যা বাড়ছে, যার মাধ্যমে বোর্ডের সক্ষমতা ও জনপ্রিয়তা প্রকাশ পাচ্ছে।

চূড়ান্তভাবে সব কিছু ঠিক থাকলে, এবার দিনাজপুর শিক্ষাবোর্ড ইতিহাস গড়তে যাচ্ছে অংশগ্রহণের দিক থেকে। শিক্ষা ও মূল্যায়নে গুণগত পরিবর্তনের আশা করছে সংশ্লিষ্ট মহল।

نظری یافت نشد