close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

এইচএসসি-২০২৫: ভালুকা উপজেলার কেন্দ্রসমূহের চূড়ান্ত তালিকা প্রকাশ..

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
এইচএসসি-২০২৫ পরীক্ষার জন্য ভালুকা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানকে কেন্দ্র করে কেন্দ্রসমূহের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।..

ভালুকা (ময়মনসিংহ)প্রতিনিধি: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ-এর অধীন এইচএসসি-২০২৫ পরীক্ষার জন্য ভালুকা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানকে কেন্দ্র করে কেন্দ্রসমূহের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে বোর্ড কর্তৃপক্ষ সুনির্দিষ্টভাবে কেন্দ্র ও সংশ্লিষ্ট কলেজসমূহ নির্ধারণ করেছে। নিচে কেন্দ্রভিত্তিক বিস্তারিত তথ্য তুলে ধরা হলো: কেন্দ্র নং ১: ভালুকা সরকারি কলেজ এই কেন্দ্রে পরীক্ষা দেবে নিম্নোক্ত প্রতিষ্ঠানসমূহের শিক্ষার্থীরা: বিরুনীয়া সদর আলী সরকার মেমোরিয়াল মহাবিদ্যালয়, ভালুকা মডেল গার্লস কলেজ, সায়েদুর রহমান স্কুল অ্যান্ড কলেজ, ভালুকা সরকারি কলেজ (নিজ কেন্দ্র)। কেন্দ্র নং ২: সোনার বাংলা ডিগ্রি কলেজ এই কেন্দ্রে অংশগ্রহণ করবে: শহীদ নাজিমউদ্দীন উচ্চ বিদ্যালয় ও কলেজ, হবীরবাড়ি জেনারেল কলেজ, জামিরদিয়া আব্দুল গণি স্কুল অ্যান্ড কলেজ। কেন্দ্র নং ৩: শহীদ নাজিমউদ্দীন উচ্চ বিদ্যালয় ও কলেজ এই কেন্দ্রের আওতায় রয়েছে: শহীদ স্মৃতি আইডিয়াল কলেজ, ভালুকা আইডিয়াল কলেজ, সোনার বাংলা ডিগ্রি কলেজ, হবীরবাড়ি সোনার বাংলা স্কুল অ্যান্ড কলেজ।কেন্দ্র নং ৪: ধলিয়া বহুলি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এই কেন্দ্র থেকে পরীক্ষা দেবে: ভালুকা ত্রিশাল মৈত্রী কলেজ, সায়েরা সাফায়েত কলেজ। কেন্দ্র নং ৫: সায়েরা সাফায়েত উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এই কেন্দ্রে অংশগ্রহণকারী প্রতিষ্ঠান: মর্নিংসান মডেল কলেজ। কেন্দ্র নং ৬: উথুরা হাই স্কুল অ্যান্ড কলেজ এই কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবে: সানাউল্লাহ হাই স্কুল অ্যান্ড কলেজ, উথুরা হাই স্কুল অ্যান্ড কলেজ (নিজ কেন্দ্র)।

বোর্ডের নির্দেশনা অনুযায়ী, সকল পরীক্ষার্থীকে যথাসময়ে কেন্দ্র পৌঁছাতে এবং বোর্ডের নির্ধারিত স্বাস্থ্যবিধি ও পরীক্ষার আচরণবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ও মনিটরিং ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে।

No comments found