এই একটি কারণেই ইরানের বিপক্ষে দুর্বল ইসরায়েল!

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
অত্যাধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও, কেন ইসরায়েল ইরানের বিরুদ্ধে দুর্বল? বিশ্লেষণ বলছে—শুধু একটিমাত্র কারণে যুদ্ধে পিছিয়ে পড়ছে ইসরায়েল! জানুন সেই ভয়ংকর বাস্তবতা।..

ইসরায়েলের সঙ্গে ইরানের টানটান উত্তেজনা এখন সরাসরি সংঘর্ষের দিকে। তবে ইসরায়েলের অগ্রসর প্রযুক্তি থাকা সত্ত্বেও যুদ্ধ দীর্ঘায়িত হলে পিছিয়ে পড়বে তারাই—এমনটাই জানাচ্ছেন দোহা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ও মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষক মুহান্নাদ সেলুম।

তিনি জানান, প্রযুক্তির দিক দিয়ে ইসরায়েল অনেকটা এগিয়ে থাকলেও, বাস্তবিক যুদ্ধক্ষেত্রে দীর্ঘমেয়াদি সংঘর্ষে ইরান অনেক বেশি সহনশীল ও সক্ষম।
সেলুমের ভাষায়, ইরান অনেক ধকল সহ্য করতে পারে। তাদের এমন অস্ত্রভাণ্ডার আছে যা ইসরায়েলের গায়ে সরাসরি আঘাত হানতে পারে। কিন্তু ইসরায়েলের পক্ষে দীর্ঘ সময় যুদ্ধ টিকিয়ে রাখা কঠিন। তাদের কৌশলই হচ্ছে—যুদ্ধ শুরু হতেই দ্রুত জয় ছিনিয়ে নেওয়া, নয়তো টার্গেট পূরণ করে সরে আসা।

এই ভূখণ্ডের বিস্তৃতিই ইরানের বড় কৌশলগত সুবিধা হিসেবে কাজ করছে। ইসরায়েল ইরানের আকাশসীমায় প্রবেশ করতে পারলেও পুরোটা নিয়ন্ত্রণে রাখা অসম্ভব বলেই মনে করছেন বিশ্লেষকরা।

সেলুমের মতে, এখনো পর্যন্ত ইরান ও ইসরায়েল কেউ-ই আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ যুদ্ধ ঘোষণা করেনি। তবে সামরিক হামলার গতি ও মাত্রা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। এটাই প্রমাণ করে—বড় সংঘর্ষ আসন্ন।

ইসরায়েলের জন্য এটি হতে পারে একটি দীর্ঘমেয়াদি দুর্বলতা, কারণ দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি তাদের নেই।
সেলুম বলেন, “যদি যুদ্ধ দীর্ঘায়িত হয়, তাহলে ইসরায়েলের জন্য তা ভয়ংকর হবে। দেশটির বহু মানুষ এখন বাঙ্কারে লুকিয়ে রয়েছে, অর্থনীতি ক্ষতির মুখে। এই মুহূর্তে ইসরায়েলের ভেতরেই আতঙ্ক বিরাজ করছে।

ইরানের আরেকটি বড় শক্তি—তাদের যুদ্ধের অভিজ্ঞতা।
গত ৪০ বছর ধরে তারা যুদ্ধ-সদৃশ পরিস্থিতির মধ্যেই রয়েছে। তারা একদিকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা নিষেধাজ্ঞার সঙ্গে লড়ছে, অন্যদিকে লেবানন ও সিরিয়ায় নিজেদের মদদপুষ্ট সশস্ত্র গোষ্ঠী পরিচালনা করছে। অর্থনৈতিকভাবে তারা অনেক ধকল সহ্য করতে পারলেও, ইসরায়েলি অর্থনীতি এতটা সহনশীল নয়।

সেলুম উল্লেখ করেন, “২০২৩ সালের ৭ অক্টোবর হামাস যেভাবে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেঙে দিয়েছিল, ইরান সেই মডেলটাকেই অনুসরণ করছে। একযোগে বহু জায়গা থেকে হামলা চালিয়ে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে চাপে ফেলে দিচ্ছে তারা।”

এই কৌশলগত পরিবর্তন ইসরায়েলের জন্য একটি বড় হুমকি হয়ে উঠছে।
যেখানে তারা একদিক থেকে হামলা ঠেকানোর জন্য প্রস্তুত, সেখানেই একসাথে অনেক দিক থেকে আসা আক্রমণ তাদের প্রতিরক্ষা ভেঙে দিচ্ছে।

শেষে সেলুম বলেন, এটা দুই ভিন্ন ধরনের দেশের সংঘাত। একদিকে পশ্চিমা প্রযুক্তিতে গড়া একটি ক্ষুদ্র রাষ্ট্র, আরেকদিকে বিশাল আয়তনের, যুদ্ধকৌশলে অভিজ্ঞ একটি দেশ। এখন এই দুই শক্তি মুখোমুখি দাঁড়িয়ে আছে।

এই যুদ্ধ কেবল সামরিক নয়, মানসিক, অর্থনৈতিক ও কৌশলগত শ্রেষ্ঠত্বের লড়াই।
আর যদি তা দীর্ঘায়িত হয়—তাহলে ফলাফল কতটা ভয়ংকর হতে পারে, তা অনুমান করাও কঠিন।

Nenhum comentário encontrado


News Card Generator