close

লাইক দিন পয়েন্ট জিতুন!

এবাদত ফেরাতে মহা খুশি টাইগার কোচ সিমন্স

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
এবাদত জাতীয় দলের হয়ে শেষ কবে খেলেছিল? অনেকের হয়তোবা মন না থাকার ই কথা। দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরছেন পেসার এবাদত হোসেন।..

বছর দুয়েক আগে জুলাই মাসে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে হাঁটুর চোটে পড়েন তিনি। ছিলেন দুর্দান্ত ফর্মে। এরপর ইংল্যান্ডে পায়ের অস্ত্রোপচারের চিকিৎসা করেন৷ প্রায় বছর খানেক যেকোনো ধরনের ক্রিকেট থেকেই দূরে ছিলেন এবাদত। গত বছর এনসিএল টি২০ দিয়ে ফিরে প্রতিযোগিতামূলক ক্রিকেটে। তারপর খেলেছে বিপিএল। ফরচুন বরিশালের হয়ে শিরোপা ও জিতেন তিনি। চলতি বছর ডিপিএলেও খেলতে দেখা যায় তাকে। 

ঘরোয়া ক্রিকেট ভালো পারফরম্যান্স ও পুরোপুরি ফিট হয়ে আবারো জাতীয় দলে ফিরেছেন এবাদত। এবাদত কে পেয়ে উচ্ছ্বসিত প্রধান কোচ ফিল সিমন্স। গলে আজ গণমাধ্যমের মুখোমুখি হয়ে এবাদতকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন সিমন্স।

সিমন্স বলেন, এবাদতকে দেখে বেশ ভালো মনে হচ্ছে। দীর্ঘদিন পর টেস্ট ক্রিকেটে ফিরেছে। তাকে দলে ফিরে পেয়ে খুব ভালো লাগছে। সুযোগ পেলে সে কেমন করে দেখতে মুখিয়ে আছি।'

এবাদতের পাশাপাশি নাহিদ রানাকেও নিয়ে কথা বলেন কোচ। তিনি উল্লেখ করেন, 'আমি চাই সে যেন উন্নতি করতে থাকে, উন্নতির ধারাবাহিকতা অব্যাহত রাখে। সে অনেক তরুণ, আরও অনেক শেখার সুযোগ আছে। দলে এখন শন টেইটও আছে কোচ হিসেবে। নাহিদের জন্য যা উন্নতির দারুণ সুযোগ। তাই এটাই চাওয়া, নাহিদ আরও উন্নতি করুক।'

Hiçbir yorum bulunamadı