close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

দুরুইল দরিদ্র কল্যাণ তহবিলের ১০ বছর পূর্তি ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত..

সাইদুল ইসলাম avatar   
সাইদুল ইসলাম
****

মাজসেবার অঙ্গনে এক অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার দুরুইল গ্রামের মানবিক সংগঠন “দুরুইল দরিদ্র কল্যাণ তহবিল” তার প্রতিষ্ঠার ১০ বছর পূর্তি উদযাপন করেছে। এই উপলক্ষে এবং পবিত্র ঈদুল আযহা পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের লক্ষ্যে সম্প্রতি আয়োজন করা হয় এক আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল।

দুরুইল কেন্দ্রীয় জামে মসজিদের প্রাঙ্গণে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৌদি প্রবাসী  মাসুদ রানা পলিন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জাহেদ। আরো উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য আক্তার হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মুখলেসুর রহমান মান্নানী। সংগঠনটির সহ-সভাপতি প্রবাসী মো. জুলহাস, সাংগঠনিক সম্পাদক প্রবাসী মো. লোকমান, কোষাধ্যক্ষ ও স্থানীয় ব্যবসায়ী  আল আমিন ভূঁইয়া। এ সময়  পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মোশাররফ মাস্টার।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, “দুরুইল দরিদ্র কল্যাণ তহবিল প্রতিষ্ঠার পর থেকেই এলাকার অসহায়, দরিদ্র ও নিঃস্ব মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। সংগঠনটি বিগত ১০ বছরে প্রায় ২০ লক্ষ টাকার অধিক আর্থিক সহায়তা প্রদান করেছে। এছাড়া আশ্রয়হীনদের জন্য ঘর নির্মাণ, গরীব ছাত্রছাত্রীদের শিক্ষাসামগ্রী বিতরণ, অসুস্থদের চিকিৎসা সহায়তা, হতদরিদ্রদের জন্য খাদ্যসামগ্রী বিতরণ সহ বিভিন্ন সময়ে নানা সামাজিক ও মানবিক কাজ করেছে সংগঠনটি।”

অনুষ্ঠানে বক্তারা দুরুইল দরিদ্র কল্যাণ তহবিলকে গ্রামের একটি অনুসরণীয় সংগঠন হিসেবে উল্লেখ করে বলেন, “যেখানে সরকারি-বেসরকারি সহায়তা পৌঁছাতে সময় লাগে, সেখানে এই সংগঠন দ্রুত ও নির্ভরযোগ্যভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে। প্রবাসী ও স্থানীয়দের সমন্বয়ে পরিচালিত হওয়ায় এর কার্যক্রমে স্বচ্ছতা ও মানবিকতা বিরাজমান।”

শেষে, দেশের কল্যাণ, সংগঠনের অগ্রগতি ও সকল সদস্যের সুস্থতা কামনা করে এক বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। 

উল্লেখ্য, সংগঠনটির সদস্যরা প্রবাসে ও দেশেই স্ব স্ব অবস্থান থেকে নিয়মিত আর্থিক সহযোগিতা দিয়ে থাকেন। ভবিষ্যতে সংগঠনটি যেন আরও বৃহৎ পরিসরে সামাজিক উন্নয়নমূলক কাজ করতে পারে, সে লক্ষ্যে নতুন পরিকল্পনাও নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংগঠনের নেতারা।

 

Ingen kommentarer fundet


News Card Generator