ব্রিটেনের লেবার পার্টির এমপি ও সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের অভিযোগ তুলেছেন।
তিনি দাবি করেন, তার বিরুদ্ধে কোনো অপরাধের প্রমাণ নেই এবং গ্রেফতারি পরোয়ানা ‘মিডিয়া ট্রায়াল’। দুদক শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে অবকাঠামো খাত থেকে ৫ বিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগ তদন্ত করছে, যার মধ্যে টিউলিপের বিরুদ্ধে ২০১৩ সালে রাশিয়ার সঙ্গে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চুক্তিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে। টিউলিপের আইনজীবীরা এসব অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন।
দুদক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন বলেন, তদন্ত চলছে টিউলিপকে আইনি প্রক্রিয়ায় অংশ নিতে স্বাগত জানানো হবে। এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রীর নৈতিক উপদেষ্টা টিউলিপের বিরুদ্ধে কোনো অসংগতির প্রমাণ পাননি।
উল্লেখ্য, চলতি সপ্তাহে টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়।