দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স—মানবিক রাষ্ট্র গড়াই আমাদের লক্ষ্য”-ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন..

আসাদুজ্জামান শেখ সোবহান, জেলা প্রতিনিধি avatar   
****

আসাদুজ্জামান শেখ, বাগেরহাট প্রতিনিধি

বৈষম্যহীন মানবিক রাষ্ট্র পরিচালনাই বিএনপি'র মূল লক্ষ্য। মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কোনো আপোষ নয়—এ ক্ষেত্রে থাকবে কঠোর জিরো টলারেন্স। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে বাগেরহাটের খানজাহান আলী মাজার মাঠে অনুষ্ঠিত প্রথম নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাগেরহাট-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন । প্রতীক বরাদ্দের পর খান জাহান এর পূর্ণভূমিতে প্রথম নির্বাচনী জনসভার মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রম শুরু করেন। 

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন বলেন, হিন্দু-মুসলমান'সহ সকল জাতি ও ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করেই রাষ্ট্র পরিচালনা করা হবে। কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করা হবে না। তিনি আরও বলেন, জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা ও সঠিক মূল্যায়ন নিশ্চিত করা হবে। বিএনপি ক্ষমতায় গেলে একটি আদর্শ, মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র গড়ে তোলা হবে।

জেলা বিএনপি'র সভাপতি এটিএম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় বক্তব্য রাখেন, বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ মুজিবুর রহমান, অহিদুর জ্জামান দিপু, জেলা বিএনপি'র সদস্য সচিব মোজাফফর  রহমান আলম, জেলা বিএনপি'র সদস্য খাদেম নিয়ামুল নাসির আলাপ,খান মনিরুল ইসলাম, সমশের আলী মোহন, হাদিউজ্জামান হিরো, জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তরিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক সুজা উদ্দিন মোল্লা সুজন, সদর উপজেলার বিএনপি'র সভাপতি নাসির আহমেদ মালেক, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বুলু, কচুয়া উপজেলা বিএনপি'র সভাপতি সরদার জাহিদ"সহ স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ। জনসভা থেকে প্রধান অতিথি সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমরা সকলের সহযোগিতা নিয়ে একটি সুন্দর সমাজ বিনির্মাণ করবো। যেখান বিগত দিনের মত মানুষ রাজনৈতিক কারণে জুলুম নির্যাতনের শিকার হবে না।

No se encontraron comentarios


News Card Generator