দুর্গাপুরে পথ পাঠাগার সম্মাননা পেলেন ৪ গুনীজন 

Rajesh Gour avatar   
Rajesh Gour
নেত্রকোনার দুর্গাপুরে পথ পাঠাগারের বার্ষিক পাঠ সভায়  বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ৪ গুণীজনকে সম্মাননা দেওয়া হয়েছে।..

 

 শুক্রবার বিকেলে পৌর শহরের মণি সিংহ স্মৃতি জাদুঘর হলরুমে  এ সম্মাননা দেওয়া হয়। 

সম্মাননা প্রদান অনুষ্ঠানে সংগঠনের সভাপতি নাজমুল হুদা সারোয়ারের সভাপতিত্বে ও সহ সভাপতি জিয়াউল হক শুভর সঞ্চালনায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা  নাভিদ রেজওয়ানুল কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার তানজিরুল ইসলাম রায়হান,  অগ্রণী ব্যাংক  নেত্রকোনা আঞ্চলিক কার্যালয়ের  সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান, সুসঙ্গ সম্মিলিত সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি লোকান্ত শাওন। এ সময় বিভিন্ন এলাকা থেকে আগত কবিগণ,  শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থী সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

পথ পাঠাগার সম্মাননা পাওয়া ৪ জন হলেন, শিক্ষায় অবসরপ্রাপ্ত শিক্ষক রুহল আমিন, কবিতায় কবি আবুল বাশার, গানে বাউল আরজ আলী, যাত্রা পালায় জাহেদ আলী মংলা। 

পরে চিত্রাংকন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। শেষে সন্ধ্যায় উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Hiçbir yorum bulunamadı