স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কৃষক জামাল মিয়াচীনাকুরি বিলে ঘাস খাওয়ার জন্য গরু দুটিকে রেখে আসেন। হঠাৎ বৃষ্টি শুরু হয়। বৃষ্টির পাশাপাশি বজ্রপাত শুরু হলে গরু দুটি ঘটনাস্থলেই মারা যায়।বৃষ্টি শেষে গরুর মালিক মাঠে গিয়ে গরু দুটিকে মৃত দেখতে পেয়ে কান্নায় ভেঙে পড়েন।
কৃষক জামাল মিয়া বলেন, বৃষ্টি শেষ হলে চীনাকুরি বিল থেকে গরু আনতে যাই। গিয়ে দেখি বজ্রপাতে আমার গরু দুটি মারা গেছে। আমি অন্যের জমিতে কৃষি কাজ করে সংসার চালাই পাশাপাশি গরু দুটি 
লালন পালন করছিলাম । আমার অপূরনীয় ক্ষতি হয়ে গেলো। 
স্থানীয় বাসিন্দা আজারুল ইসলাম রিয়ান বলেন, দরিদ্র কৃষকের বড় ধরনের ক্ষতি হয়ে গেল। গরু দুটির আনুমানিক মূল্য লাখ টাকা । তিনি ক্ষতিগ্রস্ত কৃষককে সরকারের পক্ষ থেকে সহযোগিতার দাবি জানান। 
উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) নাভিদ রেজওয়ানুল কবীর বলেন, বিষয়টি শুনেছি খুবই দুঃখজনক। ক্ষতিগ্রস্ত কৃষককে উপজেলা প্রশাসন থেকে সহযোগিতার আশ্বাস দেন তিনি।
 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
		 
				 
			



















 
					     
			 
						 
			 
			 
			 
			 
			 
			