close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

দুর্গাপুরে বাল্য বিয়ে ও মাদককে লাল কার্ড প্রদর্শন শিক্ষার্থীদের..

Rajesh Gour avatar   
Rajesh Gour
“মাদক ও বাল্য বিয়েকে না বলুন" এই স্লোগানে নেত্রকোনার দুর্গাপুরে বাল্য বিবাহ ও মাদকের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন করেছে শিক্ষার্থীরা।..
 
 
 
 বুধবার দুপুরে  এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে সুসং আদর্শ বিদ্যানিকেতনে শিক্ষার্থীরা এই লাল কার্ড প্রদর্শন করে।
 
সংগঠনের সভাপতি সৈকত সরকারের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাভিদ রেজাওয়ানুল কবীর। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার তানজিরুল ইসলাম রায়হান, সমাজসেবা অফিসার মাসুল তালুকদার৷ এ সময় বিদ্যালয়ের শিক্ষক - শিক্ষিকা,  সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
 
অনুষ্ঠানে অতিথিরা বাল্য বিয়ে ও মাদকের কুফল বিষয়ে আলোচনা করেন। এসময় বক্তারা বলেন, বাল্যবিবাহ ও মাদক একটি জাতিকে রুগ্ন ও মেধাশূণ্য করে দেয়। শুধু আইন করে নয় ,সামাজিক সচেতনতাই পারে এটি রোধ করতে। বিশেষ করে বাল্য একটি মেয়ে শারীরিক ঝুকিতেই পড়ে না , তা পরবর্তি প্রজন্মকেও ঝুকিতে ফেলে।  তেমনি মাদক গ্রহনে শুধু একজন ব্যাক্তিকেই নষ্ট করে না ,তার পরিবারকেও ধ্বংস করে দেয়।
 
শেষে মাদক ও বাল্য বিয়ে প্রতিরোধ করার শপথ নিয়ে শিক্ষার্থীরা এসব বিষয়কে লাল কার্ড দেখান।
Ingen kommentarer fundet