close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

দুর্বৃত্তদের টার্গেটে গ্রামীণ ব্যাংক: অল্পের জন্য রক্ষা..

Md Hamidul Islam avatar   
Md Hamidul Islam
পটুয়াখালীর গলাচিপায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় দুর্বৃত্তরা আগুন দেওয়ার চেষ্টা করে। আগুনে ব্যাংকের গ্রিল আংশিক ক্ষতিগ্রস্ত হলেও বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে এবং নিরাপত্তা..

গলাচিপা,পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী এলাকায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে। ঘটনাটি ঘটে শুক্রবার (২০ নভেম্বর) গভীর রাতে।

গ্রামীণ ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, রাত আনুমানিক তিনটার পর নৈশ প্রহরী ঘুমিয়ে পড়ার সুযোগে অজ্ঞাত দুর্বৃত্তরা একটি গামছায় আগুন লাগিয়ে তা ব্যাংক ভবনের গ্রিলের ওপর নিক্ষেপ করে আগুন ধরানোর চেষ্টা চালায়। এতে গ্রিলের একটি অংশ পুড়ে কালো হয়ে গেলেও বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ঘটনার খবর পেয়ে গ্রামীণ ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে কী কারণে বা কে এই ঘটনার সঙ্গে জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত চলছে বলে জানা গেছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিলেও ব্যাংকের দৈনন্দিন লেনদেন স্বাভাবিক রয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

No comments found


News Card Generator