দুপচাঁচিয়ায় থানার বিদায়ী ওসি ফরিদুল ইসলামকে উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান ..

Sushanto Malakar avatar   
Sushanto Malakar
সুশান্ত মালাকার নিজস্ব প্রতিনিধিঃ 

 

 

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলামকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। গত ৫ ডিসেম্বর শুক্রবার রাতে থানার অফিস কক্ষে প্রেসক্লাবের সভাপতি আবু কালাম আজাদ ও সাধারণ সম্পাদক গোলাম মুক্তাদির সবুজ বিদায়ী ওসির হাতে ক্রেস্ট তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ সভাপতি এমডি শিমুল,যুগ্ম সাধারণ সম্পাদক আবু রায়হান, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল চক্রবর্তী শিশির, প্রচার ও প্রকাশনা সম্পাদক আরিফুল ইসলাম, সদস্য অরবিন্দ কুমার দাস, আজিজুল হক, আবু রায়হান চৌধুরী, বেলাল হোসেন, কুতুবুল আলম প্রমুখ। প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন, দায়িত্ব পালনকালে ওসি ফরিদুল ইসলাম দক্ষতা, সদাচরণ ও নিষ্ঠার মাধ্যমে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার কর্মোদ্যম ও মানবিক আচরণ সর্বমহলে প্রশংসিত হয়েছে। প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী এই কর্মকর্তার ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করা হয়।

لم يتم العثور على تعليقات


News Card Generator