‎দুপচাঁচিয়ায় প্রশাসনের হস্তক্ষেপে কালভার্টের জমে থাকা পানি নিষ্কাশনের পদক্ষেপ ..

Sushanto Malakar avatar   
Sushanto Malakar
‎সুশান্ত মালাকার নিজস্ব প্রতিনিধিঃ 




‎বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে তালোড়া ইউনিয়নের কইল গ্রামের বড়পুকুরিয়া কালভার্টের মুখ মাটি দিয়ে বন্ধ করে বাড়িঘর নির্মাণ করায় পানি নিষ্কাশনে সৃষ্ট সমস্যা সমাধানে ব্যবস্থা নেওয়া হয়েছে।স্থানীয় বাসিন্দাদের অভিযোগের প্রেক্ষিতে, ও দুপচাঁচিয়ায় মাটি-ভরাত বন্ধ ব্রিজ কালভার্ট কৃষি অর্থনীতিতে বিরূপ প্রভাব শিরোনামে গত ৭ আগস্ট একটি নিউজ প্রকাশ হয়। তারি ধারাবাহিকতায় উপজেলা প্রশাসন কইল গ্রামের বড়পুকুরিয়া কালভার্টের মুখ থেকে মাটি সরিয়ে পানি চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।ভূক্তভোগী এলাকাবাসী জানান, কিছু প্রভাবশালী ব্যক্তি কালভার্টের মুখ মাটি দিয়ে বন্ধ করে বাড়িঘর নির্মাণ করায় পানি জমে তাদের ফসলি জমির ব্যাপক ক্ষতি হচ্ছিল।এই সমস্যা সমাধানে তারা উপজেলা প্রশাসনে লিখিত অভিযোগ দিয়ে হস্তক্ষেপ কামনা করেন । অভিযোগ পাওয়ার পর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিজা আক্তার বীথি, তাৎক্ষণিকভাবে ঘটনা স্থল পরিদর্শন করেন এবং এলাকাবাসী ও মাটি ভরাট করে বাড়ি তৈরি করা মালিকদের সঙ্গে কথা বলে উভয় পক্ষের সমঝোতার মাধ্যমে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন। 
‎ এ সময় তিনি আরো বলেন, পানি নিষ্কাশনের বিষয়ে কেউ বাধা প্রয়োগ করলে কৃষকদের স্বার্থে এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা প্রশাসনের এমন উদ্যোগে এলাকাবাসী সাধুবাদ জানান।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator