দুপচাঁচিয়ায় শোরুমের মালিককে অস্ত্রের মুখে অপহরণের পর হত্যা, লাশ উদ্ধার ..

Sushanto Malakar avatar   
Sushanto Malakar
সুশান্ত মালাকার স্টাফ রিপোর্টারঃ

 

 

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় লোটো শোরুমের মালিক পিন্টু আকন্দ (৪০) কে অস্ত্রের মুখে মাইক্রোবাসযোগে অপহরণের ৩ ঘন্টা পর আদমদীঘি এলাকা থেকে তার লাশ উদ্ধার এবং মাইক্রেবাসসহ চালক সানোয়ার হোসেনক (৪২) কে আটক করে পুলিশ। গতকাল সোমবার (২২ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দুপচাঁচিয়া ও আদমদীঘি থানা পুলিশ আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কোমারভোগ গ্রাম এলাকা থেকে তাকে উদ্ধার করে। নিহত পিন্টু আকন্দ নওগাঁ জেলার লোহাচুড়া দক্ষিণপাড়া গ্রামের মৃত আয়েজ উদ্দিনের ছেলে। তিনি দুপচাঁচিয়া উপজেলা সদরে পাদুকার শোরুমে ব্যবসা করতেন। আটক মাইক্রোবাস চালক দুপচাঁচিয়া উপজেলার উত্তর সাজাপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, গত সোমবার দিবাগত রাত আনুমানিক ৯টার দিকে দুপচাঁচিয়া সিও অফিস এলাকায় লোটো শোরুমের মালিক পিন্টু আকন্দের শোরুমের সামনে একটি সাদা রংয়ের মাইক্রোবাস থামিয়ে ৪/৫ জনের একদল দুর্বৃত্ত শোরুমে প্রবেশ করে অস্ত্রে মুখে তাকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। এরপর অপহৃত পিন্টু আকন্দকে দুর্বৃত্তরা কৌশলে হত্যা করে মাইক্রোবাসের সিটের নিচে লাশ ঢেকে রাখে। এর ৩ ঘন্টা পর রাত ১২টার দিকে আদমদীঘি-তিলোকপুর সড়কের কোমারভোগ গ্রাম এলাকায় মাইক্রেবাসটি অচল হলে দুর্বৃত্তরা লাশ ও মাইক্রোবাস ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়। এদিকে পুলিশ প্রযুক্তির মাধ্যমে মাইক্রোবাসটির অবস্থান শনাক্ত করে উল্লেখিত স্থান থেকে লাশ উদ্ধার করে। রাতেই দুপচাঁচিয়া থানা পুলিশ মাইক্রোবাস ও চালক সানোয়ার হোসেনকে আটক করে নিয়ে যায়। পুলিশ বলছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Aucun commentaire trouvé


News Card Generator