close

লাইক দিন পয়েন্ট জিতুন!

দুপচাঁচিয়ায় পুকুরে  ডুবে শিশুর মৃত্যু

Md Ariful Islam avatar   
Md Ariful Islam
দুপচাঁচিয়ায় পুকুরে  ডুবে শিশুর মৃত্যু

আরিফুল ইসলাম দুপচাঁচিয়ায় বগুড়া

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড কইল চকপাড়া পুকুরের পানিতে পড়ে ডুবে সিরাত জাহান মোন্তাহা নামে দেড় বছরের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে  গতকাল রোববার ২৭ জুলাই সকাল ১০ টার দিকে। শিশুটি ওই গ্রামের চকপাড়া সুজন আলী প্রামানিকের মেয়ে।  পরিবার ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়, শিশু সিরাত জাহান মোন্তাহাকে ঘরে রেখে তার মা  প্রাকৃতিক ডাকে সাড়া দিতে টয়লেটে যান। শিশু সিরাত জাহান ঘরে একটি খেলনা নিয়ে খেলতেছিল খেলতে খেলতে কখন যেন বাড়ির পাশে পুকুরে পাড়ে গিয়ে অসাবধানতা বসত পুকুরের পানিতে পড়ে ডুবে যায় ।

‎শিশুটির মা টয়লেট থেকে এসে, তার মেয়ে সিরাতকে না দেখতে পেয়ে ডাক চিৎকার শুরু করে, শিশুটির মার চিৎকারে আশপাশের লোকজন দৌড়ে এগিয়ে এসে বিভিন্ন জায়গায় শিশুটিকে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে শিশুকে খুঁজে না পেয়ে বাড়ির পাশে পুকুরে নেমে শিশুটি খোঁজাখুঁজির এক পর্যায়ে শিশুটিকে  পুকুরের পানি থেকে মৃত অবস্থায় উদ্ধার করে। দুপচাঁচিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল পরিবারের লোকজনের কোন অভিযোগ না থাকায় মৃত শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য সামছুল ইসলাম এর সঙ্গে কথা বললে তিনি শিশুটি পুকুরের পানিতে পড়ে মৃত্যুর ব্যাপারটি নিশ্চিত করেন। এ ঘটনা এলাকায় জানাজানি হলে শোকের ছায়া নেমে এসেছে।

Aucun commentaire trouvé


News Card Generator