close

লাইক দিন পয়েন্ট জিতুন!

দুপচাঁচিয়ায় আগুনে পুড়ে ছাই বসতঘর, মাথা গোঁজার ঠাই হারিয়ে নিঃস্ব সহিম ..

Sushanto Malakar avatar   
Sushanto Malakar
সুশান্ত মালাকার স্টাফ রিপোর্টার ঃ

 

 

বগুড়ার দুপচাঁচিয়ায় বিদ্যুতের শর্টসার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে গেছে। শনিবার (৩ জানুয়ারি) রাত ১২ টার দিকে উপজেলার তলোড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কইল গ্রামের মোঃ সহিম প্রামানিক এর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে পুড়ে যায় ঘরের ছাউনি সহ আসবাবপত্র থেকে শুরু করে লেপ, তোষক, বালিশ, কাপড়চোপড়, নগদ টাকা ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী। সহিম প্রামানিক এর প্রতিবেশী অনেকেই  বলেন, ঘটনার দিন রাতে বাড়ির পাশে ইসলামী জলসা অনুষ্ঠিত হচ্ছিল আমরা সকলেই প্রতিদিনের ন্যায় খাওয়া-দাওয়া সেরে ইসলামী জলসা শুনতে যাই, তখন হঠাৎ বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লাগে। খবর পেয়ে তখন কোনোভাবে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিভানোর চেষ্টা করি ততক্ষণে ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। আগুন নেভাতে পারলেও সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন তারা। ভুক্তভোগী সহিম বলেন, আমার তিল তিল করে গড়া স্বপ্নটুক মুহূর্তেই সব পুড়ে ছাই হয়ে গেছে। শুধু পরনের কাপড়টুকু ছাড়া আর কিছুই নিতে পারিনি। এখন আমি  স্ত্রী সন্তান নিয়ে কোথায় থাকব, কি খাব ভেবে পাচ্ছি না। তিনি বলেন, আমি কি করে এ ঘর দরজা ঠিকঠাক করব এরকম অর্থ এই মুহূর্তে আমার কাছে নেই এজন্য বিত্তবানদের কাছে সহযোগিতা কামনা করছি।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator