close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

ডুমুরিয়ার গুটুদিয়ায় ভয়াবহ সড়ক দু র্ঘ ট না, আহত ৪

MD ABDULLAH avatar   
MD ABDULLAH
খুলনার ডুমুরিয়া উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে পড়ে চারজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।..

 

ডুমুরিয়ার গুটুদিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, আহত ৪

মোঃ আব্দুল্লাহ্, খুলনা জেলা প্রতিনিধি

খুলনার ডুমুরিয়া উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে পড়ে চারজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গুটুদিয়া বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ডুমুরিয়া হাইওয়ে থানার এসআই মো. কামরুল ইসলাম আইনিউজ বিডিকে জানান, চুকনগর থেকে খুলনাগামী বাসটি কয়েকজন যাত্রী নিয়ে যাওয়ার পথে গুটুদিয়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত অবস্থায় রাস্তায় উল্টে পড়ে।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে অংশ নেয় এবং গুরুতর আহত চারজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এসআই কামরুল আইনিউজ বিডিকে আরও জানান, “দুর্ঘটনার পরপরই মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বাসটি দ্রুত অপসারণের ব্যবস্থা নেওয়া হয়েছে।”

এ ঘটনায় থানায় কোনো অভিযোগ করা হয়নি বলেও পুলিশ সূত্রে জানা গেছে।

לא נמצאו הערות


News Card Generator