যশোরস্থ ৪৯ বিজিবির নানা ইউনিটের সদস্যরা সীমান্তবর্তী বেনাপোলের বিভিন্ন এলাকা থেকে দুই কোটি সাত লাখ বিয়াল্লিশ হাজার পাঁচশ’ টাকার ভারতীয় অবৈধ পণ্য ও মাদকদ্রব্য আটক করেছে।সোমবার (১৯ মে) মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এসব পণ্য ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে বলে ৪৯ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে সোমবার সন্ধ্যায় জানানো হয়।
উদ্ধারের তালিকায় রয়েছে ফেনসিডিল, মদ, শাড়ি, কম্বল, থ্রি-পিস, টর্চলাইট, পানমসলা, তামাক, জর্দা, ট্রান্সমিটার ইকুইপমেন্ট, চকলেট, সিএনজি, ওষুধ এবং কসমেটিকস।
বিজিবি ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী স্বাক্ষরিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেনাপোল ও হিজলী বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালি চেকপোস্টর সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে এসব ভারতীয় পণ্য এবং মাদকদ্রব্য উদ্ধার করা হয়।তিনি জানান, সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে। এটি অব্যাহত থাকবে বলে ওই বিজ্ঞপ্তিতে তিনি আরও জানিয়েছেন।
  
    close
  
  
         
কমেন্ট করুন পয়েন্ট জিতুন!
Tidak ada komentar yang ditemukan
							 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
		 
				 
			



















 
					     
			 
						 
			 
			 
			 
			 
			 
			