close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

দুই ইউএনও'র নামে চাঁদাবাজীর মামলা

a m abdul wadud avatar   
a m abdul wadud
নিলামে বিক্রয় করা বালু গোলাপ হোসেনকে বুঝিয়ে দিতে ৬ লক্ষ টাকা চাঁদা দাবী করেন তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা..
জামালপুরের বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নালিতাবাড়ীর সহকারী কমিশনার (ভূমি) এর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে আদালতে। 
 
সোমবার সিআর আমলী আদালতে চাঁদাবাজীর মামলা দায়ের করেন গোলাপ হোসেন নামে শ্রীবরদী উপজেলার এক ব্যবসায়ী। 
 
মামলা সূত্রে জানা গেছে, গত বছরের জুন মাসে আদালতের মাধ্যমে ২৫ হাজার ঘনফুট বালু নিলামে কিনে নেয় শ্রীবর্দী উপজেলা ব্যবসায়ী গোলাপ হোসেন। নিলামে বিক্রয় করা বালু গোলাপ হোসেনকে বুঝিয়ে দিতে ৬ লক্ষ টাকা চাঁদা দাবী করেন তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা। পরবর্তীতে মাসুদ রানা বদলী হয়ে বকশীগঞ্জ উপজেলায় চলে গেলে বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি এবং সহকারী কমিশনার (ভূমি) আনিছুর রহমানকে চাঁদার ওই টাকা না দিলে বালু বুঝিয়ে দিচ্ছেন না বলে দাবী করেন ব্যবসায়ী গোলাপ হোসেন। 
 
সোমবার (৭ এপ্রিল) নালিতাবাড়ীর সিআর আমলী আদালতে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি এবং সহকারী কমিশনার (ভূমি) আনিছুর রহমানকে বিবাদী করে ৬ লক্ষা টাকা চাঁদা দাবীর অভিযোগ তুলে মামলা দায়ের করেন ভূক্তভোগী গোলাপ হোসেন। পরে বিষয়টি তদন্তের জন্য অতিরিক্ত পুলিশ সুপারকে তদন্তের নির্দেশ দেন আদালত। 
 
لم يتم العثور على تعليقات


News Card Generator