দুই দিনের রিমান্ড শেষে কড়া পাহারায় মানিকগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে। এ সময় তাকে ফুরফুরা মেজাজে নতুন জুতা পরা অবস্থায় দেখা যায়।
আজ শুক্রবার (৩০ মে) সকালে সাড়ে ১১ টায় হরিরামপুর থানায় হামলা ও ভাঙচুর মামলায় দুই দিনের রিমান্ড শেষে তাকে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। আদালত পুনরায় সিংগাইর থানার হত্যা মামলার ৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে তাকে।
আদালত চত্বরে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে নেয়া হয়েছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সেই সাথে আগের দুই দিনের মত দেখা যায়নি বিএনপিসহ অঙ্গ গঠনের নেতৃবৃন্দদের।
কোর্ট ইন্সপেক্টর মো. আবুল খায়ের জানান, 'মমতাজ বেগমকে ২ দিনের রিমান্ডে শেষে আদালতে আনা হয়েছে। আদালত হত্যা মামলায় পুনরায় তাকে ৪ দিনের রিমান্ডে পাঠিয়েছে।'
উল্লেখ্য, মামলার প্রথম এবং দ্বিতীয় দিন আদালত চত্বরে মমতাজ বেগমকে লক্ষ্য করে ডিম ও জুতা নিক্ষেপের ঘটনা ঘটে। এর পর থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে আদালত এলাকায়।