দর্শকের সঙ্গে আমার আত্মার মিল আছে অভিনেতা মোশাররফ করিম

Mahamud Mithu avatar   
Mahamud Mithu
দেশের খ্যাতিমান অভিনেতা মোশাররফ করিমের সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেছেন যে, দর্শকদের সঙ্গে তার আত্মার মিল রয়েছে।......

দেশের খ্যাতিমান অভিনেতা মোশাররফ করিম। ছোট পর্দায় দীর্ঘদিন ধরেই সুনামের সঙ্গে কাজ করেছেন তিনি। দর্শকদের অনেক নাটক উপহার দিয়েছেন। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে মোশাররফ করিম উল্লেখ করেছেন যে, দর্শকদের সঙ্গে তার আত্মার মিল রয়েছে। মূলত দর্শকদের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশে তিনি এ কথা বলছেন। সাক্ষাৎকারে মোশাররফ করিম বলেন, ‘আমার মনে হয় দর্শকের সঙ্গে আমার একটা আত্মার মিল আছে। কারণ আমিও সব জায়গায় থাকতে চাই। আমার কাছে বিষয়টা হচ্ছে অভিনয়। অভিনয়টা সব জায়গায় করতে চাই।’নাটকের প্রতি ভালোবাসা আছে উল্লেখ করে তিনি বলেন, ‘নাটকের প্রতি আমার একটা ভালোবাসা আছে এবং আমরা যারা কাজ করি এই যে নাটকটায় কাজ করলাম আমরা একসঙ্গে আমাদের এত ওঠাবসা এত চলাফেরা।'

Không có bình luận nào được tìm thấy