close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

দৌলতপুরে পদ্মা নদীতে টর্নেডো, ভিডিও ভাইরাল

মোঃ সম্রাট আলী avatar   
মোঃ সম্রাট আলী
****

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি আকাশে ওঠার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। 

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলের দিকে উপজেলার মরিচা ইউনিয়নের কোলদিয়াড় এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।


বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হাই সিদ্দিকী।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, হঠাৎ করে পদ্মা নদীর পানি আকাশের দিকে উঠে যাচ্ছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। প্রায় ১০ মিনিট ধরে এ দৃশ্য দেখা গেছে বলে জানিয়েছেন তারা। তারা বলেন, বিকেলের দিকে হঠাৎ পদ্মা নদীর পানি আকাশে উঠে যায়। এতে আমরা ভয় পায়।

এ সময় মোবাইল দিয়ে সেই ঘটনার ভিডিও করা হয়। ফেসবুকে ভিডিওটি পোস্ট করেন অনেকে। ভিডিওগুলো দ্রুত ছড়িয়ে পড়ে। 

দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হাই সিদ্দিকী বলেন, ঘটনা সত্য। বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটেছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। 

Không có bình luận nào được tìm thấy


News Card Generator