close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

দৈনিক মুক্তির লড়াইয়ের নতুন ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আলী সুমন..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
মোহাম্মদ আলী সুমন ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে নিযুক্ত হয়েছেন দৈনিক মুক্তির লড়াইয়ে..

শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক, সাতক্ষীরা: দৈনিক মুক্তির লড়াইয়ের ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ আলী সুমন।

বৃহস্পতিবার (১ মে '২৫ পহেলা মে পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক মোঃ কামরুজ্জামান জনী স্বাক্ষরিত এক আদেশে তাকে ব্যবস্থাপনা সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।

পহেলা মে থেকে এই দায়িত্ব পালন করছেন তিনি। মোহাম্মদ আলী সুমন দৈনিক মুক্তির লড়াই প্রতিষ্ঠাকাল থেকে বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

দৈনিক মুক্তির লড়াই জানায়, মোহাম্মদ আলী সুমনের নতুন দায়িত্ব গ্রহণে পত্রিকাটি বস্থুনিষ্ঠ সংবাদ প্রকাশে দেশ ও দশের কল্যানে পাঠকের আস্থা অর্জনে অগ্রনী ভুমিকা পালন করবে। 

কুমিল্লার দেবিদ্বারে জন্ম নেওয়া মোহাম্মদ আলী সুমন দেশের স্বনামধন্য ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়াসহ আন্তর্জাতিক মিডিয়ায় সাংবাদিকতা করেছেন। এছাড়া দেশের বিভিন্ন সাংবাদিক সংগঠনে শীর্ষ পদে দায়িত্ব পালন করেছেন তিনি।

No se encontraron comentarios


News Card Generator