close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

দলকে সমর্থন জানাতে বিমানবন্দরে একজন সমথর্ক

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
****

ইন্টার মিলান শেষবার চ্যাম্পিয়নস লিগ জিতেছিল সেই ২০১০ সালে। ২০২৩ সালে ফাইনালে উঠলেও জিততে পারেনি খুব কাছে গিয়ে। এই বছর আরো একবার ফাইনালের মঞ্চে উঠে মিলান। ঠিক এইবারো পারলেন না, পিএসজির কাছে ৫-০ এর লজ্জাজনক স্কোরে
বিধ্বস্ত হয় ইতালিয়ান এই ক্লাবটি।

পিএসজির শহর যেখানে উৎসবে উজ্জীবিত, সেখানে মিলান যেনো অনেকটা নীরব। এমন হতাশাজনক পারফরম্যান্সের পর দেশে ফিরেছে ক্লাবটি। ইন্টারের ফেরা নিয়ে স্বাভাবিকভাবেই মিলানের বিমানবন্দরেও ছিল না কোনো উচ্ছ্বাস। বিমানবন্দর এলাকা টি ছিলো পুরোপুরি শান্ত। তবে, এর মাঝেই দেখা যায় এক অদ্ভুত কান্ড।

বরণ করতে কেউ না গেলেও এমন কঠিন সময়ে একজন ভক্ত স্বপ্রণোদিত হয়ে বিমানবন্দরে হাজির হয়ে যান। সেই একজন ভক্তের একাকী দলকে বরণ করতে যাওয়ার খবরটি জানিয়েছে,  ইতালিয়ান সংবাদমাধ্যম ‘লা গাজেত্তা দেল্লো স্পোর্ত’।

সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি তার সেই কারণ জানান। বরণ করতে যাওয়ার কারণ জানতে চাইলে মার্কো নামের সেই ইন্টার সমর্থক বলেছেন, আমিই একমাত্র আহম্মক যে এখানে এসেছি। তবে এত কিছুর পরও তাদের সাধুবাদ প্রাপ্য।’ শেষ মুহূর্তে এসে সব এলোমেলো না হলে আমরা এই মৌসুম টা খুব দারুণ ভাবে শেষ করতে পারতাম। । এপ্রিলের শেষ সপ্তাহেও ‘ট্রেবল’ জয়ের সম্ভাবনা ছিল আমাদের। তবে এরপরই শুরু হয় আশ্চর্য ছন্দপতন।

যেখানে একসময় ট্রেবল জয়ের স্বপ্ন বুনেছিল পুরো ইন্টার সমর্থক, সেখানে তারা মৌসুম শেষ করলো ট্রফি শূণ্যে। প্রথমত, ইতালিয়ান কাপ ফাইনালে তাদের রাইভাল এসি মিলানের কাছে ৩-০ গোলে হেরে যায় ইন্টার। সিরি আ লীগ প্রতিযোগিতায় শেষ দিনে এসে নাপোলির কাছে আত্মসমর্পণ করে ইন্টার। নাপোলির সাথে তাদের পয়েন্টের ব্যবধান ছিলো মাত্র ১। হাতছাড়া হয় শিরোপা টি। আর মৌসুমের শেষ ম্যাচে পিএসজির কাছে ফাইনালে বিধ্বস্ত হয়ে হাতছাড়া হয়েছে চ্যাম্পিয়নস লিগের ট্রফি।

No se encontraron comentarios


News Card Generator