close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

দলের জন্য আবেগঘন বার্তা দিলেন প্রীতি জিনতা

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
পাঞ্জাব কিংস ঘরের মাঠে খেলুক কিংবা প্রতিপক্ষের মাঠে, দলটির মালিক প্রীতি জিনতার উপস্থিতি যেনো সবসময়ই দেখা যায়।..

একটি আইপিএল ট্রফির জন্য বছরের পর বছর অপেক্ষা করতে হচ্ছে। শেষবার ২০১৪ সালে ফাইনালে গেলেও ট্রফি উচিয়ে ধরা হয়নি। এইবার কি তাহলে সেই অপেক্ষার পালা ফুরিয়েছে? উত্তর টা মিলবে আজকে ম্যাচ শেষেই। রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুের মুখোমুখি হবে পাঞ্জাব কিংস। আইপিএল পেতে যাচ্ছে নতুন চ্যাম্পিয়ন।

আজনমঙ্গলবার (৩ জুন) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএলের এবারের আসরের ফাইনালে মুখোমুখি হচ্ছে পাঞ্জাব কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

গত বছরের মতো এইবারো দলকে ফাইনালে তুললেন শ্রেয়াস আইয়ার। গত আসরে তার নেতৃত্বে চ্যাম্পিয়ন হয় কলকাতা নাইট রাইর্ডাস। গ্রুপ পর্বে শীর্ষ স্থানে থেকে শেষ করেছে পাঞ্জাব। তবে প্রথম কোয়ালিফায়ারে বেঙ্গালুরুর কাছে হেরে গিয়েছিল তারা। পরবর্তীতে কোয়ালিফায়ার ২ তে মুম্বাইকে বড় ধরণের জয় নিয়ে ফাইনালে উঠে দলটি।

দল ফাইনালে উঠায় উজ্জীবিত মালিক প্রীতি জিনতা৷ এক্সে দল ও নিজের টুকরো টুকরো ছবি ও ভিডিও শেয়ার করে তিনি লিখেছেন, 'আনন্দময় দিন, পাঞ্জাব কিংস আইপিএলের ফাইনালে পৌঁছেছে অসাধারণ দলীয় প্রচেষ্টার মাধ্যমে, যার নেতৃত্বে ছিলেন আমাদের ডায়নামিক নেতা শ্রেয়াস আইয়ার, আমাদের প্যাশোনেট কোচ রিকি পন্টিং এবং পুরো কোচিং স্টাফ ও পিবিকেএস (পাঞ্জাব কিংস) পরিবারের সকল সদস্য। আজকের এই অর্জন অপূর্ণ রয়ে যাবে যদি লকি ফার্গুসন, গ্লেন ম্যাক্সওয়েল ও মার্কো ইয়ানসেনের নাম উল্লেখ না করি। এখন আরেকটি ম্যাচ জেতা বাকি, জয় আমাদের হবেই।'

No se encontraron comentarios