ডলার সংকট মোকাবিলায় এডিবির ৪ হাজার ৪০০ কোটি টাকার বাজেট সহায়তা আসছে ডিসেম্বরেই

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
দেশের চলমান ডলার সংকট এবং রিজার্ভ ঘাটতি মোকাবিলায় অন্তর্বর্তীকালীন সরকার বাজেট সহায়তা সংগ্রহে বিশেষ উদ্যোগ নিয়েছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে এশীয় উন্নয়ন ব্যাংক (
দেশের চলমান ডলার সংকট এবং রিজার্ভ ঘাটতি মোকাবিলায় অন্তর্বর্তীকালীন সরকার বাজেট সহায়তা সংগ্রহে বিশেষ উদ্যোগ নিয়েছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ৪০ কোটি ডলার বা প্রায় ৪ হাজার ৪০০ কোটি টাকার বাজেট সহায়তা দিচ্ছে। এটি সাব-প্রোগ্রাম-২ এর আওতায় ‘ক্লাইমেট রেজিলিয়েন্স ইনক্লুসিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম (সিআরআইডি)’ থেকে দেওয়া হবে। বাজেট সহায়তার দ্রুত বাস্তবায়নে কমিটি গঠন সহায়তা দ্রুত পেতে অর্থ বিভাগ ইতোমধ্যেই ১৬ সদস্যের একটি কমিটি গঠন করেছে। কমিটির নেতৃত্বে রয়েছেন অর্থ বিভাগের অতিরিক্ত সচিব (সামষ্টিক অর্থনীতি) ড. জিয়াউল আবেদীন। সদস্য সচিবের দায়িত্বে থাকবেন সামষ্টিক অর্থনীতি অনুবিভাগের সিনিয়র সহকারী সচিব (রাজস্ব-৩) তাসনোভা রহমান। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সাবেক সিনিয়র সচিব কাজী শফিকুল আযম জানান, বাজেট সহায়তা এমন একটি অর্থায়ন পদ্ধতি যেখানে নির্দিষ্ট কোনো প্রকল্প বা কর্মসূচির জন্য অর্থ বরাদ্দ করা হয় না। সরকার প্রয়োজন অনুযায়ী এবং অগ্রাধিকারের ভিত্তিতে এই অর্থ ব্যয় করতে পারে। এটি বাজেট ঘাটতি পূরণ ও রিজার্ভ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আরও বলেন, এডিবির বাজেট সহায়তার ক্ষেত্রে সুদের হার, রেয়াতকাল এবং পরিশোধের সময়সীমা অন্যান্য ঋণের মতোই নির্ধারিত। দুই অর্থবছরে ৮ হাজার ৮০০ কোটি টাকার প্রতিশ্রুতি অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, এডিবি দুই অর্থবছরে ৮০ কোটি ডলার বা প্রায় ৮ হাজার ৮০০ কোটি টাকার বাজেট সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিল। এর মধ্যে ২০২৩-২৪ অর্থবছরে সাব-প্রোগ্রাম-১ এর আওতায় ৪০ কোটি ডলার ছাড় হয়েছে। চলতি ২০২৪-২৫ অর্থবছরে সাব-প্রোগ্রাম-২ এর আওতায় আরও ৪০ কোটি ডলার ছাড় করার বিষয়ে সম্মতি জানিয়েছে এডিবি। সহায়তার জন্য নীতি বাস্তবায়ন ত্বরান্বিত এই বাজেট সহায়তা পেতে প্রাসঙ্গিক নীতি বাস্তবায়ন দ্রুত সম্পন্ন করতে একটি প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ ব্যাংক, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ থেকে প্রতিনিধিরা অন্তর্ভুক্ত রয়েছেন। ইআরডির এক কর্মকর্তা জানান, আগামী ডিসেম্বর মাসের মধ্যে এডিবি প্রতিশ্রুত ৪০ কোটি ডলারের সঙ্গে অতিরিক্ত ২০ কোটি ডলার যুক্ত হয়ে মোট ৬০ কোটি ডলার ছাড় হতে পারে। বাজেট সহায়তার পরিমাণ বৃদ্ধি করতে এডিবি ইতোমধ্যেই সম্মতি জানিয়েছে। আলোচনার মাধ্যমে সহায়তার প্রতিশ্রুতি গত সেপ্টেম্বরের শুরুতে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে এডিবিসহ তিনটি উন্নয়ন সহযোগী সংস্থার বৈঠকে বাজেট সহায়তার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান, ইআরডির সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং এডিবির পরিচালক চিকদেম একিন। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন সাংবাদিকদের জানান, “ডিসেম্বর মাসের মধ্যেই এডিবির বাজেট সহায়তার অর্থ বাংলাদেশে পৌঁছাবে বলে আশা করছি।” এই সহায়তা শুধু বাজেট ঘাটতি মোকাবিলা নয়, দেশের আর্থিক স্থিতিশীলতা ও রিজার্ভ বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
Inga kommentarer hittades


News Card Generator