কেরানীগঞ্জ ঢাকা, ১৬ মে ২০২৫:
ঢাকা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের দক্ষিণ বিভাগ ডাকাতির প্রস্তুতিকালে ৬ জনকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার রাত ১২টা ৩৫ মিনিটে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ঝিলমিল প্রজেক্ট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
অভিযানটি পরিচালনা করেন ডিবি (দক্ষিণ) এর অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম এবং উপ-পরিদর্শক মোঃ মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ। গ্রেপ্তারকৃতরা হলেন: মোঃ রাব্বি (২৮), মোঃ রমজান আলী (৩৩), মোঃ নান্টু (২৬), মোঃ মানিক (৩৬), মোঃ মানিক (৩৫) ও মোঃ রাসেল (২২)। এদের মধ্যে বেশ কয়েকজনের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অন্যান্য মামলার রেকর্ড রয়েছে।
তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও সরঞ্জাম – ছেন দা, চাপাতি, ছুরি, সুইচ গিয়ার ও রশি উদ্ধার করা হয়।
ঘটনার পর দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করে (মামলা নং-৩২, তারিখ: ১৬/০৫/২০২৫) আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।



















