close

লাইক দিন পয়েন্ট জিতুন!

দীর্ঘদিন সংস্কারহীন, জরাজীর্ণ রাস্তায় নাকাল মেদুয়ারীর জনতা..

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
মেদুয়ারী ইউনিয়নের বান্দিয়া উত্তর পাড়া থেকে দক্ষিণ পাড়া হয়ে সোয়াইল মল্লিক বাড়ি পর্যন্ত যে পাকা রাস্তাটি সাধারণ মানুষের চলাচলের একমাত্র ভরসা ছিল, সেটি বর্তমানে চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে।..

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: মেদুয়ারী ইউনিয়নের বান্দিয়া উত্তর পাড়া থেকে দক্ষিণ পাড়া হয়ে সোয়াইল মল্লিক বাড়ি পর্যন্ত যে পাকা রাস্তাটি সাধারণ মানুষের চলাচলের একমাত্র ভরসা ছিল, সেটি বর্তমানে চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, কাঁদা মাটির হাটা অনুপযোগী হয়ে গেছে। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিচ্ছে, পানি জমে চলাচল একেবারে অযোগ্য হয়ে পড়েছে।

এই রাস্তাটি দিয়ে প্রতিদিন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক, কর্মজীবী মানুষ, এমনকি অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়ার মতো জরুরি প্রয়োজনে অনেকেই যাতায়াত করেন। কিন্তু রাস্তার বর্তমান অবস্থার কারণে মানুষকে বিকল্প পথে ঘুরে অনেক দূর দিয়ে যেতে হচ্ছে। বিশেষ করে জরুরি চিকিৎসা, প্রসূতি রোগী বা দুর্ঘটনায় আহত কাউকে দ্রুত চিকিৎসাকেন্দ্রে নেওয়াটা হয়ে উঠছে প্রায় অসম্ভব।

স্থানীয় এক বাসিন্দা বলেন, "এই রাস্তা দিয়ে হেঁটে চলাও দায়। একটু বৃষ্টি হলেই পিচ্ছিল হয়ে পড়ে, গর্তে পড়ে আহত হওয়ার আশঙ্কা থাকে প্রতি মুহূর্তে। অথচ এই রাস্তাই আমাদের যাতায়াতের মূল পথ।"

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী বারবার আবেদন জানিয়েছে বলে জানা গেছে। কিন্তু এখনো পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। ফলে মানুষের ক্ষোভ দিন দিন বেড়েই চলেছে।

স্থানীয় জনগণের জোর দাবি, অবিলম্বে রাস্তাটি সংস্কার করে চলাচলের উপযোগী করে তোলা হোক।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator