close

লাইক দিন পয়েন্ট জিতুন!

ডিপজল মাকে আন্ডারগ্রাউন্ডে কাজের মেয়ের সঙ্গে রাখতেন

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
Amidst the property dispute, actor Dipjol’s sister has made shocking allegations of mother's neglect and abuse against him.

চলচ্চিত্র জগতে 'মুভিলর্ড' এবং দানবীর হিসেবে পরিচিত মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে এবার গুরুতর পারিবারিক অভিযোগ উঠেছে। পৈতৃক সম্পত্তি নিয়ে চলা বিতর্কের মধ্যে তার সহোদর তিন বোন অভিনেতার বিরুদ্ধে তাদের মাকে অবহেলা ও দুর্ব্যবহার করার বিস্ফোরক অভিযোগ এনেছেন।

ডিপজলের বোন পারভীন বেগম গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেছেন, তাদের বাবা বিশাল সম্পত্তি রেখে গেছেন। অথচ ডিপজলসহ তিন ভাই একই বাড়িতে তিন, চার ও পাঁচতলার বিলাসবহুল ফ্ল্যাটে বসবাস করলেও তাদের মাকে বাড়ির নিচতলার 'আন্ডারগ্রাউন্ডে' কাজের মেয়ের সঙ্গে রাখা হতো। তিনি আরও অভিযোগ করেন, মাকে কাজের মেয়ে যা রান্না করতেন, তাই খেতে হতো। ভাইদের ফ্ল্যাট থেকে কখনও মায়ের জন্য একমুঠো ভাতও পাঠানো হয়নি।

পারভীন বেগম তীব্র ক্ষোভের সঙ্গে প্রশ্ন তুলেছেন, "আপনি এত মা ভক্ত, আপনি কি আপনার মাকে ফ্ল্যাটে ঢুকাইতে পারছেন? মৃত্যুর আগ পর্যন্ত আপনার মা কোথায় ছিল, কোন রুমে আপনার মা মারা গেছে?" এই প্রশ্ন তুলে তিনি ডিপজলের জনসমক্ষে থাকা 'মা ভক্ত' ভাবমূর্তিকে চ্যালেঞ্জ জানিয়েছেন।

এদিকে, তার সহোদর তিন বোনের পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার অভিযোগকে 'মিথ্যা অপবাদ' বলে দাবি করে ডিপজল সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন, "আল্লাহই সবকিছুর উত্তম বিচারক। যদি আইন অনুযায়ী তারা মালিক হোন, তবে তাদের প্রাপ্য অংশ অবশ্যই তারা পাবেন।"

তবে পারভীন বেগম আরও অভিযোগ করেন, যে ভাই মায়ের জানাজার নামাজও পড়েন না, সেই ভাই বোনদের ন্যায্য হক দেবেন—এটা আশা করা যায় না। তারা ডিপজলের পুরো অংশ চান না, শুধু তাদের আইনগত প্রাপ্য অংশটুকুই দাবি করছেন। তিনি আরও জানান, তিন ভাই মিলে প্রায় চল্লিশ বছর ধরে বাবার সম্পত্তি ব্যবহার করেছেন, সেই বিষয়েও তারা আদালতে মামলা করেছেন।

No comments found


News Card Generator