close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

দিনাজপুরের বিরামপুর সীমান্তে ১৫ জন নারী পুরুষকে পুশইন করেছে বিএসএফ..

Salahuddin Ahmed avatar   
Salahuddin Ahmed
দিনাজপুর সীমান্তে বিএসএফের পুশইন অব্যাহত
স্টাফ রিপোর্টার, দিনাজপুর > দিনাজপুরে বিরামপুরের অচিন্ততপুর সীমান্ত দিয়ে ১৫জন নারী, পুরুষ ও শিশুকে গেল মধ্যরাতে পুশইন করেছে বিএসএফ। তাদেরকে আটক করেছে বিজিবির অচিন্তপুর বিওপির টহল দল। এদের  মধ্যে ৩ জন পুরুষ, ৩ জন নারী এবং ৯ শিশু রয়েছে।
 
জানা গেছে, বৃহস্পতিবার  দিবাগত রাত ২টার দিকে সীমান্ত এলাকার সার্চলাইট বন্ধ করে ১৫ জনকে বাংলাদেশী এলাকায় পুশইন করে বিএসএফ সদস্যরা। 
বিজিবির ৪২ ব্যাটালিয়নের অচিন্তপুর বিওপির সদস্যরা তাদের আটক করে।
 আটকের বিষয়টি নিশ্চিত করেছেন অচিন্তপুর বিওপির  ইনচার্জ কমান্ডার রফিকুল ইসলাম। 
Nenhum comentário encontrado


News Card Generator