close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

দিনাজপুরে ট্রাক মাইক্রোবাসের  সংঘর্ষে নিহত ৩, আহত ৫

Salahuddin Ahmed avatar   
Salahuddin Ahmed
ঠাকুরগাঁও থেকে রংপুরে আয়োজিত সরকারি প্রোগ্রামে যাবার সময় ট্রাকের ধাক্কায় প্রাণ গেছে ৩ জনের..
স্টাফ রিপোর্টার  > দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন চালকসহ ৩জন নিহত এবং ৫ জন আহত হয়েছে। আজ সোমবার সকাল ৬টার দিকে জানান, গুড়িগুড়ি বৃষ্টির মধ্যে হতাহতের ওই ঘটনা ঘটেছে। 
 
স্হানীয় সূত্র এবং বীরগঞ্জ থানার উপ পরিদর্শন রায়হান জানিয়েছে, দিনাজপুর ঠাকুরগাঁও মহা সড়কের ২৬ মাইল এলাকায় বাবুল ফার্মের  ঠাকুরগাঁও গামী সিমেন্ট বোঝাই ট্রাক, (ঢাকা মেট্রো- ট- ২২ ১৫৬৭) এবং ঠাকুরগাঁ থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাসের (ঢাকা মেট্রো- চ- ৫১-৮২৫৭) মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে দুর্ঘটনাস্হলে মাইক্রোবাসের চালকসহ ২জন নিহত হয়েছে। ঠাকুরগাঁও সদর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে আরেকজন মারা গেছে। আহত হয়েছে আরো ৫জন।
নিহতদের মধ্যে মাইক্রোবাস চালক মানিক (৩৫) ঠাকুরগাঁও জেলা সদরের হরিহরপুরের মৃত আবুলের ছেলে।
আরোহি দেলোয়ার হোসেন (৪৫) একই জেলা শহরের শহরের হাজীপাড়ার  মৃত হাফিজুর রহমানের ছেলে। তিনি একজন ট্রেজারি কর্মকর্তা।  একই অফিসের হিসাব সহকারি ইমরুল (৪০) একই জেলার বালিয়াডাঙ্গীর বোয়ালধার বাসিন্দা।
রংপুরে আয়োজিত সরকারি প্রোগ্রামে অংশ নিতে যাবার সময় দুর্ঘটনার শিকার হয়েছেন তারা। আহদের  ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
###
Keine Kommentare gefunden


News Card Generator