দিনাজপুর প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি ২০২৬) বিকেলে দিনাজপুর শহরের ইকবাল হাই স্কুল মাঠে আয়োজিত এ কর্মসূচিতে তাঁতীদলের নেতাকর্মীসহ শীতার্ত মানুষ অংশগ্রহণ করেন।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও জেলা তাঁতী দলের সভাপতি মো. রেজাউল ইসলাম, জেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক মো. হাসিনুর রহমান হাসু খান, যুগ্ম সম্পাদক মো. একে এম ফারহান কাজল ও হোলাল সিদ্দিকি, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম হোসেন, প্রচার সম্পাদক আবুল হোসেন খোকন, পৌর তাঁতী দলের সভাপতি মো. হিরা আহমেদ, সাধারণ সম্পাদক মেহেদী হাসান শরিফ, সাংগঠনিক সম্পাদক জাহিদ আলী, কোতোয়ালী তাঁতী দলের সভাপতি মো. বাবু, সহ-সভাপতি শাহিন মিন্নাত খান, সাধারণ সম্পাদক মাসুদ খান, যুবদল নেতা মো: খালেদ খান, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. গোলাম মোরশেদ টুটুল, ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক রাজেকুল ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।
শীতবস্ত্র বিতরন কালে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের বিভিন্ন অবদান স্মরণ করেন এবং তাঁর আত্মার শান্তি কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার ও দলীয় নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়া ও রংপুর জেলা তাঁতী দলের সভাপতি এলাহী ফজলে ডিউকের পুত্রের সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।



















