দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেলের ২ আরোহি এবং ট্রাক চালক নিহত..

Salahuddin Ahmed avatar   
Salahuddin Ahmed
কয়েক ঘন্টার ব্যবধানে দিনাজপুরে পৃথক স্হানে ট্রাকের সাথে ধাক্কায় ৩জন নিহত হয়েছে..
স্টাফ রিপোর্টার,  দিনাজপুর  > দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩জন নিহত হয়েছে।  আজ মঙ্গলবার ফুলবাড়ীতে ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল চালকসহ আরোহি এবং নবাবগঞ্জে দাড়ানো ট্রাকের পিছনে আরেক ট্রাকের ধাক্কায় চালক নিহত হয়েছে।
ফুলবাড়ী থানার উপ পরিদর্শক ফরিদুল ইসলাম জানান, আজ ভোর সাড়ে ৬টার দিকে দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহা সড়কের ফুলবাড়ীর শিবনগরের রাজারামপুরের ডাঙ্গাপাড়া এলাকায় বিপরিতমূখী ট্রাকের সাথে সংঘর্ষে মোটর সাইকেল চালক এবং আরোহি নিহত হয়েছে।
নিহত চালক আব্দুল মোতালেব (২৭) দিনাজপুরের কাহারোল উপজেলার জয়রামপুরের আব্দুর রাজ্জাকের ছেলে। আরোহি সাজু ইসলাম ((৩৩) একই উপজেলার জগন্নাথপুরের আনারুল ইসলামের ছেলে।
চালক আব্দুল মোতালেব ঢাকায় বাই রাইডার হিসেবে জীবিকা নির্বাহ করতো। তারা মোটর সাইকেলে চড়ে ঢাকা যাবার সময় দুর্ঘটনার কবলে পড়ে নিহত হয়েছে।
এর আগে একই মহা সড়কের গতকাল সোমবার দিনগত মধ্যরাতে নবাবগঞ্জের ভাদুরিয়ার বাজিতপুর এলাকায় দাড়ানো ট্রাকের পেছনে অন্য একটি ট্রাক ধাক্কা দেওয়ায় চালক আল আমিন আলম নিহত হয়েছে।
উপ পরিদর্শক গোলাম মোস্তফা জানান, দুর্ঘটনাস্হলে একটি ব্রীজের নির্মান কাজের জন্য ওয়ানওয়ে যানবাহন চলাচলের ব্যবস্হার মধ্যে একইপথ মুখি দাড়ানো একটি ট্রাককে ধাক্কা দেয় আরেকটি একটি ট্রাক। এতে চালক আল আমিন আলম দুর্ঘটনাস্হলে নিহত হয়েছে।
আল আমিন আলম দিনাজপুরের পাবর্তীপুরের চন্ডিপুর পাঠানপাড়ার হায়দার আলীর ছেলে।

###
Không có bình luận nào được tìm thấy