২৪ ডিসেম্বর ২০২৫ বুধবার সকালে দিনাজপুর গোর-এ-শহীদ ময়দানে জেলা প্রশাসনের আয়োজনে সরকারি কর্মকর্তা–কর্মচারী ও তাঁদের সন্তানদের অংশগ্রহণে ১৩তম বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার বর্ণাঢ্য উদ্বোধন করেন প্রধান অতিথি স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রিয়াজ উদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস. এম. হাবিবুল হাসান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ জানে আলম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রকৌশলী মোঃ আনিছুর রহমান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বোরহান উদ্দিন, রেভিনিউ ডেপুটি কালেক্টরেটের অমৃত দেব নাথ এবং জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটবৃন্দ।
দিনাজপুর জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা–কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যরা প্রতিযোগিতায় অংশ নেন। মোট ৩৩টি ইভেন্টে প্রতিযোগীরা অংশগ্রহণ করেন।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।



















