close

লাইক দিন পয়েন্ট জিতুন!

দিনাজপুর সদর-৩ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র গ্রহণ

MD ABDUL MAZID KHAN avatar   
MD ABDUL MAZID KHAN
****

 

 

খাঁন মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি 

 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর সদর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে। আজ বুধবার দুপুর আড়াইটায় জেলা প্রশাসক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বে নিয়োজিত রিটার্নিং অফিসার মো. রফিকুল ইসলামের কাছ থেকে দিনাজপুর -৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি। এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুব আহমেদ,জেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান বাদশা, সদর উপজেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক, শহর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুলসহ জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।মনোনয়নপত্র সংগ্রহ শেষে জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি বলেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক ৩'বারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দিনাজপুর থেকে দেশের সর্বোচ্চ ভোটে নির্বাচিত করতে আমরা প্রচারণা শুরু করেছি। বেগম খালেদা জিয়ার পক্ষে দিনাজপুর সদর আসনে সর্বত্রই জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠন ও জেলা বাসী সর্বাত্মক ভাবে তাকে ভোট দিয়ে নির্বাচিত করতে অধীর আগ্রহে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন। তিনি বলেন, আমরা আশা করছি, এবারের জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর সদর আসনে বেগম খালেদা জিয়া সর্বোচ্চ ভোটে নির্বাচিত হবেন। তিনি বলেন,বেগম খালেদা জিয়া শুধু বিএনপি নয়, দিনাজপুরে দল মত নির্বিশেষে সকলেই বেগম খালেদা জিয়ার পক্ষে নির্বাচনী প্রচারণায় ভোট গ্রহণ পর্যন্ত সঙ্গে থাকবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

 

No comments found


News Card Generator